পরীক্ষার্থীদের যেন কোনও অসুবিধা না হয়, মঙ্গলবার রাস্তায় সব বাস নামাতে নির্দেশ নবান্নের
নিজস্ব প্রতিবেদন : NEET ও JEE নিয়ে তৎপর রাজ্য়। আগামিকাল ১ সেপ্টেম্বর রাস্তায় যাতে সব বাস চলে, সেই মর্মে কড়া নির্দেশ দেওয়া হল নবান্নের তরফে।
সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৭টা পর্যন্ত সব বাস চলার নির্দেশ দেওয়া হয়েছে।
এই মুহূর্তে সরকারি-বেসরকারি মিলিয়ে রাস্তায় প্রায় ৩০০০ হাজার বাস চলে। সমস্ত সংগঠনগুলোকেই বাস নামাতে নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি, ২৯টি রুটেই পর্যাপ্ত অটো চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। একইরকম নির্দেশ দেওয়া হয়েছে ট্যাক্সি সংগঠনগুলোকেও।
শুধু শহর কলকাতা নয়, জেলাগুলিতেও একই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।