Nabanna Abhijan: জোরদার নিরাপত্তা! দিকে দিকে অস্থায়ী পুলিস আউট পোস্ট, বন্ধ কোন কোন রাস্তা?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নবান্ন অভিযান ঘিরে তুঙ্গে উত্তেজনার পারদ। অনুমতির পরোয়া না করেই পথে ছাত্র সমাজ। অশান্তির আশঙ্কা প্রশাসনের। নবান্নের পথে কম বেশি ১৯ টি ব্যারিকেড। প্রস্তুত জল কামান, কাঁদানে গ্যাস। মোতায়েন কমব্যাট ফোর্স। অশান্তি আটকাতে মরিয়া প্রশাসন। ছবি সৌজন্যে: শিলাদিত্য কর
তবে এসবের মধ্য়ে দুর্ভোগে নিত্য যাত্রীরা। ঝড়-জল মাথায় নিয়েই কাজে বেরিয়েছেন সাধারণ মানুষ। নবান্ন অভিযানের জেরে হাওড়া কমিশনারেটের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ। ইতোমধ্যেই হেস্টিংস মোড়ে কন্টেনার দিয়ে রাস্তা আটকেছে কলকাতা পুলিস। ছবি সৌজন্যে: শিলাদিত্য কর
PTS থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে নবান্ন যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রোয় অন্য দিনের তুলনায় অনেকটাই বেশি ভিড় রয়েছে মঙ্গলবার। সকাল সাড়ে ১০টা থেকে অতিরিক্ত ভিড়ের কারণে এসপ্ল্যানেডমুখী বহু মেট্রোর স্বয়ংক্রিয় দরজা বন্ধ করা সম্ভব হচ্ছে না। ছবি সৌজন্যে: শিলাদিত্য কর
আলমপুরে উড়ালপুলের নীচে 'নো এন্ট্রি পয়েন্টে' সমস্ত পণ্যবাহী গাড়ি আটকানো হবে। কোনা ট্রাক টার্মিনাল (কলকাতার দিকে), কোনা এক্সপ্রেসওয়ে ও দ্বিতীয় হুগলি সেতু বরাবর হাওড়া শহরের দিকে বিধিনিষেধ। ইস্ট-ওয়েস্ট বাইপাস-ফাঁসিতলা বা বেনারস রোড-সালকিয়া দিয়ে কলকাতামুখী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। ছবি সৌজন্যে: শিলাদিত্য কর
হাওড়া শহরের মধ্যে সবধরনের পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পুরো বালি ব্রিজ বা নিবেদিতা সেতুর দিকে জিরো পয়েন্ট ক্রসিংয়ে যান চলাচলে নিষেধ। ডানকুনি থেকে আগত গাড়িগুলিকে অঙ্কুরহাটি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে যে গাড়িগুলি আসছে এবং দ্বিতীয় হুগলি সেতু ধরে কলকাতার দিকে যাবে, সেগুলি নিবরা থেকে নিবেদিতা সেতু ধরে কলকাতার দিকে যেতে পারে। ছবি সৌজন্যে: শিলাদিত্য কর
মূলত কলেজ স্কোয়্যার এবং সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে জমায়েত করার কথা বলা হয়েছে। এই দুই জায়গা থেকে মিছিল যাবে নবান্নের দিকে। কলেজ স্কোয়্যারে যে জমায়েত হবে সেই মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ, ধর্মতলা, ইডেন গার্ডেন্স, হেস্টিং হয়ে নবান্নে পৌঁছনোর পরিকল্পনা। অন্য মিছিলটি সাঁতরাগাছি বাসস্ট্যান্ড থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে নবান্নের দিকে এগোবে। ছবি সৌজন্যে: শিলাদিত্য কর