পুজোর আগে বেতন না মেলার প্রতিবাদে কর্মবিরতি নবান্নে
উত্সবের আগে বেতন পেলেন না নবান্নের কর্মীরা। প্রতিবাদে ৪৫ মিনিট কর্মবিরতি পালন করলেন তাঁরা।
বান্নের পরিষেবার দায়িত্বে থাকার কর্মীদের এখন বেতন হয়নি বলে অভিযোগ।
শুরু হয়ে গিয়েছে বাঙালির প্রধান উত্সব দুর্গাপুজো। আলো ঝলমলে গোটা বাংলা। অথচ অন্ধকারে নবান্নের পরিষেবার দায়িত্বে থাকা কর্মীরা।
বেতন না মেলায় এদিন ৪৫ মিনিটের প্রতীকী কর্মবিরতি পালন করেন কর্মীরা।
এনআইএস সিকিউরিটির সংস্থার ১২০ জন কর্মী কাজ করেন রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে।
অভিযোগ, প্রতি মাসেই ১৫ তারিখ নাগাদ মাইনে পান তাঁরা। পুজোর মুখে বোনাসও মেলেনি।
কর্মীদের প্রতিবাদের পর ওই সংস্থা আশ্বাস দিয়েছে, আগামিকাল অর্থাত্ শুক্রবার সকলের বেতন মিটিয়ে দেওয়া হবে।