সাড়ে ৬ লাখ টাকা! নয়া ট্রাফিক আইন আসার পর এটাই সর্বোচ্চ জরিমানা!
গত শুক্রবার দিল্লিতে ২ লক্ষ টাকার বেশি জরিমানা করা হয় এক চালককে। তাঁর কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল না বলে অভিযোগ। মোটা অঙ্কের জরিমানার বিরোধিতা করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বাদে দেশজুড়ে নয়া ট্রাফিক আইন লাগু হওয়ার পর প্রায়শই মোটা অঙ্কের জরিমানা খবর মিলেছে।
গত ১০ অগস্ট চালান কাটা হয়েছিল এবং এই খবর প্রকাশ্যে আসে গতকাল। জানা যাচ্ছে ওই ট্রাকের চালক দিলীপ কার্তা উপযুক্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।
নাগাল্যান্ডের একটি ট্রাক সাত-সাতটি ট্রাফিক আইন ভাঙে বলে অভিযোগ। পুরনো ভেহিকলস আইনেই জরিমানা করা হয় ৬,৫৩,১০০ টাকা।
এখন পর্যন্ত যা চালান কাটা হয়েছে, অঙ্কের নিরিখে এটাই সর্বোচ্চ বলে মনে করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে ওড়িশার সম্বলপুরে।
নয়া মোটর ভেহিকলস আইনে নয়, পুরনো আইনেই প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার চালান কাটল ওড়িশা পুলিস।