নাগেরবাজারে শক্তিশালী বিস্ফোরণ, ফিরে এল খাগড়াগড়ের স্মৃতি
সকাল সাড়ে ৯টা নাগাদ শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে নাগেরবাজারের কাজিপাড়া এলাকা। ব্যারাকপুর পুলিস কমিশনার দাবি করেছেন, সকেট বোমা ফেটেই এই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের ঘটনায় খোঁজখবর শুরু করেছে এনআইএ।
বিস্ফোরণের অভিঘাতে উড়ে গেছে অ্যাসবেস্টসের চাল। ভেঙে পড়েছে বহুতলের ৩ তলার কাঁচ।
বিস্ফোরণের তীব্রতায় ফুটো হয়ে গেছে দোকানের শাটার।
বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছে ৮ বছরের ছোট্ট বিভাস ঘোষ।
বিভাসের মা সীতা ঘোষ হাসপাতালে চিকিত্সাধীন।
বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন সঙ্গীতা প্রসাদ। পেটে আঘাল লেগেছে তাঁর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন তিনি।
নাগেরবাজার বিস্ফোরণে গুরুতর আহত শুভ্রম দে।
২০১৪-র ২ অক্টোবর, দুর্গাপুজোর অষ্টমীর দিন বর্ধমান শহরের উপকণ্ঠে খাগড়াগড়ে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের মূল চক্রীরা বেশিরভাগই এখন জেলে। তবে অধরা রয়েছেন বেশ কয়েকজন।