ব্যস এতটুকুই, পরিবারের কথা ভেবে কখনই নগ্ন দৃশ্যে অভিনয় করবেন না নয়না!

Wed, 03 Oct 2018-10:41 am,

‘ম্যারি বেটি সানি লিওন বাননা চাহতি হ্যায়’- বলি পরিচালক রাম গোপাল ভর্মা পরিচালিত এই স্বল্প দৈর্ঘের ছবিতেই প্রথম অভিনয় করেছিলেন বঙ্গ তনয়া নয়না গঙ্গোপাধ্যায়। 

হিন্দি ভাষী এই ছবিটি রিলিজ হয়েছিল ২০১৭-তে। বছর ঘুরতে না ঘুরতেই এবার আরও বড় ব্রেক পেলেন কলকাতার যাদবপুরের বাসিন্দা নয়না। যদিও এখন তাঁর ঠিকানা মুম্বই।

হৈচৈ অরিজিনাল ওয়েব সিরিজ প্রযোজিত স্বল্প দৈর্ঘের ছবি ‘চরিত্রহীন’-এর পরিচালক দেবালয় ভট্টাচার্য রাম গোপাল ভর্মার স্বল্প দৈর্ঘের ছবি দেখার পরই নয়নাকে প্রস্তাব দিয়েছিলেন কিরণময়ী চরিত্রের জন্য।

চরিত্রহীন-এর গল্প শোনার পর নয়নার সেটা পছন্দ হয় এবং তিনি কিরণময়ী নামের চরিত্রটা করতে রাজিও হন।

সপ্তাহ খানেক-ই হয়েছে হৈচৈ-এ  চরিত্রহীন-এর লাইভ স্ট্রিমিং শুরু হয়েছে, এরই মধ্যে ভাইরাল হয়ে গিয়েছেন এই লাস্যময়ী। 

ছবিতে তাঁর অভিনয় নিয়ে নয়না জানিয়েছেন, “অতীতে এমন বোল্ড দৃশ্যে আমি অভিনয় করিনি। গল্পের প্রয়োজনেই আমাকে খোলামেলা দৃশ্য করতে হয়েছে। প্রথমে ইতস্তত বোধ করলেও পরে সাবলীল অভিনয় করেছি।”

তবে সাহসী হলেও স্ক্রিনে কখনই নগ্ন হবেন না নয়না। ছবির প্রয়োজন হলেও না। পরিবারের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন এই নায়িকা।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link