Namibia: খরায় না খেতে পেয়ে মরছে মানুষ! তাই কেটে ফেলা হচ্ছে বিপুল সংখ্যক হাতি, জিরাফ...

Soumitra Sen Mon, 02 Sep 2024-4:07 pm,

দক্ষিণ আফ্রিকার নামিবিয়া বন্যজন্তুদের স্বর্গ। সেখানে বিপুল সংখ্যক বন্যপ্রাণী রয়েছে। 

প্রায় ১৪ লক্ষ মানুষকে খরা ও তজ্জনিত অনাহার থেকে বাঁচাতে সেখানে এবার হাত পড়েছে বন্য জন্তুদের গায়ে। 

হাত পড়েছে মানে? মানে, তাদের হত্যা করা হচ্ছে। বিপুল সংখ্যক বন্যপ্রাণীকে এবার হত্যা করা চলছে সেখানকার মানুষকে খাওয়াতে। 

এখনও পর্যন্ত অন্তত ৭২৩ বন্যপ্রাণীকে হত্যা করা হয়েছে। যার মধ্যে ৮৩টি হাতি রয়েছে! রয়েছে ৩০০ জেব্রাও।

কেন খরা? এল নিনোর প্রভাবে খরা হয়েছে ওখানে। তবে, দক্ষিণ আফ্রিকায় খরা খুব আশ্চর্যের কিছু নয়। সেখানে প্রায়শই খরা হয়। আর তা ভয়ংকর রূপ নেয়। মাত্র কয়েকবছর আগে, ২০১৮ থেকে ২০২১-- সেখানে ভয়ংকরতম খরা হয়েছিল। তবে এবারেরটা সবকিছু ছাপিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। 

কিন্তু তাই বলে এভাবে নির্বাচার বন্যপ্রাণ হত্যা? হ্যাঁ, কেননা, সেটা ওদেশের আইনে বৈধ। নামিবিয়ার সংবিধানেই এই কথা বলা আছে। বলা আছে, যদি কখনও বেঁচে থাকার জন্য, নাগরিকদের উপকারদের জন্য বন্যপ্রাণের প্রয়োজন পড়ে, তখন নির্দ্বিধায় তা ব্যবহার করা যাবে। আর সেটাই চলছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link