Namrita Malla: ইশা গুপ্তাকে হারিয়েছেন, এবার উর্ফিকেও উষ্ণতায় চ্যালেঞ্জ ছুঁড়ছেন!
ইনিই নাকি ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির 'নোরা ফতেহি'। শুধু তাই নয়, নম্রতা মাল্লাকে উর্ফি জাভেদ এবং এশা গুপ্তার সমন্বয় বললেও ভুল হয় না। নিজস্ব স্টাইলে উর্ফি এবং এশাকে প্রায়দিনই টক্কর দেন নম্রতা মাল্লা।
প্রায়দিনই নিজের ইনস্টা হ্য়ান্ডেলে বিভিন্ন ছবি ও ভিডিয়ো শেয়ার করেন নম্রতা। যা পোস্ট হওয়া মাত্রই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। আর নম্রতার সেই পোস্টেই ঘায়েল হয় নেটপাড়া।
অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসাবেও আলাদা একটা পরিচিতি রয়েছে নম্রতা মাল্লার। সম্প্রতি নৃত্যশিল্পীর স্টাইলে বোল্ড অবতারে ধরা দিয়েছেন নম্রতা।
সম্প্রতি, চড়া মেকআপে বোল্ড স্টাইলে গর্জাস লুকে নেট দুনিয়ার পারদ চড়িয়েছে নম্রতার সিজলিং ছবি।
অভিনেত্রী ছাড়াও বেলি ডান্সার হিসাবেও আলাদা একটা পরিচিত রয়েছে নম্রতার।
নম্রতার সব পোস্টেই নেট নাগরিকদের কমেন্টের বন্যা বয়ে যায়।
তবে শুধু ভোজপুরী ছবিতেই নয়, কিছুদিন আগে একটি কন্নড় ছবির বেশকিছু গানে এবং বাদশার সঙ্গে বেশকিছু পাঞ্জাবি গানের ভিডিয়োতেও দেখা গিয়েছে নম্রতা মাল্লাকে।
অভিনয় দক্ষতা আর কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে খুব অল্প সময়ের মধ্যে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে নিজের একটি আলাদা পরিচিতি তৈরি করেছেন নম্রতা মাল্লা।