মির্জার সঙ্গে মুকুলকে প্যাঁচে ফেলতে নারদ-ক্লিপের এই অংশই হাতিয়ার সিবিআইয়ের
নিজস্ব প্রতিবেদন: নারদকাণ্ডে মুকুল রায়কে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে সিবিআই। শুক্রবার সকাল ১১টায় তাঁকে হাজিরা দিতে হবে।
নারদকাণ্ডে মুকুলঘনিষ্ঠ এসএমএইচ মির্জাকে এদিনই গ্রেফতার করেছে সিবিআই। ফলে মুকুল এবার ডাকা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। সন্ধেয় জানা গিয়েছে, মুকুলকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
মুকুল রায় দাবি করেছেন, তাঁর কাছে কোনও নোটিস বা ফোন আসেনি। এলে নিশ্চিত যাবেন। তবে শুক্রবার জেপি নাড্ডা আসায় ব্যস্ত থাকবেন।
সিবিআই সূত্রে খবর, মির্জা ও মুকুলকে মুখোমুখি বসিয়ে জেরা করবেন তদন্তকারীরা। আর চালানো হবে নারদের স্টিং ভিডিয়ো।
নারদের একটি অংশে কোটি টাকার লেনদেনের প্রসঙ্গ রয়েছে। ওই অংশটিই চালিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারীরা।
এদিন জি ২৪ ঘণ্টাকে নারদকর্তা জানিয়েছেন, নারদকর্তার দাবি, মুকুল রায়ের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে দিয়েছিলেন মির্জা।
মির্জার সঙ্গে তাঁর সম্পর্কের কথা অস্বীকার করেননি মুকুল রায়। এনিয়ে তাঁর সাফাই,''ওরা ব্যবসার জন্য এসেছিলেন। আমি তখন মির্জার সঙ্গে দেখা করতে বলি। কোনও টাকা লেনদেনের কথা বলিনি।'' কিন্তু ব্যবসার জন্য পুলিস সুপারের কাছে পাঠালেন কেন? মুকুলের ব্যাখ্যা, ওরা বর্ধমানে ব্যবসা করতে চেয়েছিল। জমি-জায়গা পেতে গেলে পুলিস সুপারদের লাগে।
নারদাকাণ্ডে ১৩ জন অভিযুক্তের নাম রয়েছে। অভিযুক্তদের মধ্যে মির্জাই একমাত্র সরকারি আমলা। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। মির্জাকে ৫ দিনের সিবিআই হাজতের নির্দেশ দিয়েছে বিশেষ সিবিআই আদালত।