মদন মিত্রের শারীরিক অবস্থা উদ্বেগজনক, কড়া নজর রাখছেন চিকিত্সকরা
নারদ মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়ার পর শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন মদন মিত্র। করোনামুক্ত হওয়ার পর তিনি সেরে উঠেছিলেন। তার মধ্যেই এই গ্রেফতারি।
হাসপাতাল সূত্রে খবর, কামারহাটির বিধায়কের শরীরিক অবস্থা উদ্বেগজনক। তাকে অক্সিজেন দিতে হচ্ছে। আজ ইসিজিও করা হয়েছে। কড়া নজর রেখে চলেছেন চিকিত্সকরা। প্রসঙ্গত, গ্রেফতার হওয়ার সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে।
শুক্রবার সকাল থেকে দফায় দফায় মদন মিত্রের শারীরিক পরীক্ষা করেন চিকিত্সকরা। জানা যাচ্ছে, তাঁর যা ব্লাড প্রেসার তা বেশি, হাইপোগ্লাইসেমিয়া রয়েছে, এছাড়াও রয়েছে করোনা পরবর্তি জটিলতা। রয়েছে প্যালটিটিশনও। কেবিনের দরজা বন্ধ রাখালে তাঁর সাফোকেশন হচ্ছে।
বর্তমানে মদন মিত্রের যে অবস্থা তাতে বাড়িতে গিয়ে থাকার মতো অবস্থা তাঁর নেই বলেই মনে করা হচ্ছে। ফলে আদালতের নির্দেশ মতো বাড়িতে হাউস অ্যারেস্টে তাঁর থাকার সম্ভাবনা ক্রমশ কম হচ্ছে।
বিকেল ফের একদফা চিকিত্সকরা মদন মিত্রের শারীরিক পরীক্ষা করবেন। তার পর হয়তো দল ও চিকিত্সকরা সিদ্ধন্ত নেবেন কোথায় থাকবেন মদন মিত্র।