ফিরলেন মোদী, নয়া মন্ত্রিসভায় অমিত শাহ-সহ একঝাঁক নতুন মুখ
অমিত শাহঃ দলের সেনাপতির পদ থেকে এবারই প্রথম মন্ত্রী করা হচ্ছে অমিত শাহকে। কোন দফতর দেওয়া হবে তা নিয়ে এখনও জল্পনা চলছে।
দেবশ্রী চৌধুরীঃ পশ্চিমবঙ্গ থেকে এবারই প্রথম মন্ত্রী হচ্ছেন দেবশ্রী চৌধুরী। রায়গঞ্জের এই সাংসদকে বেছে নিয়েছেন অমিত শাহ। মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া প্রসঙ্গে সংবাদসংস্থাকে তিনি বলেন, খুব ভালো লাগছে। প্রধানমন্ত্রীর অফিস থেকে ফোনের অপেক্ষা করছিলাম। অমিত শাহ আমাকে বলেছেন বাংলায় শপথ নিতে।
রামেশ্বর তেলি এবার প্রথমবার নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন।
প্রহ্লাদ যোশী
কৈলাশ চৌধুরি
সুরেশ অঙ্গাদি
জি কিষান রেড্ডি
রতন লাল কাটারিয়া
মোদীর শপথে প্রথম চমক। মন্ত্রী হলেন সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। তিনি দ্বাদশ মন্ত্রী হিসেবে শপথ নিলেন। তিনি প্রাক্তন বিদেশ সচিব।
রমেশ পোখরিয়াল