Narendra Modi | Ram Mandir: গৌরবে, বিরাজে রাম! চোখে জল, উদ্বেল নমোর...

Mon, 22 Jan 2024-1:03 pm,

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অযোধ্যায় পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটু পরেই হবে রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা।

বেলা ১২ টা ৫ মিনিট থেকে প্রাণপ্রতিষ্ঠার নিয়মকানুন শুরু হবে। চলবে বেলা ১২ টা ৫৫ মিনিট পর্যন্ত। প্রাণপ্রতিষ্ঠায় শুধুই মোদী-যোগী নন।

গর্ভগৃহ আচার্য সহ আরও তিন। নেতামন্ত্রী, ধর্মগুরু, শিল্পপতি। বলি স্টার, খেলোয়ার থেকে সাধুসন্ত। সরকারি তালিকায় আট হাজার অতিথি।

তবে সংখ্যা বেঁধেই আজ মন্দিরে প্রবেশ। কর্ণাটকের ভাস্কর অরুণ যোগরাজের তৈরি রামলালার মূর্তিটির ওজন ২০০ কিলো।

মূর্তিটি ৪.২৪ ফুট লম্বা, ৩ ফুট চওড়া। রামলালার মূর্তির উপরের দিকে রয়েছে স্বস্তিকচিহ্ন, ওঁ-চিহ্ন, চক্র ও গদা চিহ্ন। তবে রামলালার মূর্তির একেবারে শীর্ষে থাকছেন সূর্য ভগবান।

রামলালার মূর্তির চারপাশে পাথরে অঙ্কিত রয়েছেন দশাবতার। রামলালার ডানদিকে থাকছেন যথাক্রমে মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ এবং বামন অবতার। বাঁদিকে থাকছেন যথাক্রমে পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি অবতার।

অবতারগণের একেবারে নীচে একদিকে আছেন হনুমান, একদিকে গরুড়। রামলালা দাঁড়িয়ে আছেন একটি পদ্মের উপরে।    

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link