বুধবারের বৈঠকের আগে মমতাকে বাংলায় ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন: লোকসভা ভোটের পর প্রথমবার আগামিকাল অর্থাত্ বুধবার মুখোমুখি হতে চলেছেন মোদী-মমতা। তার আগে এদিন প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। তাঁকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাংলা ও ইংরেজি জন্মদিনের শুভেচ্ছা দেন মমতা। লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি কে জন্মদিনের শুভেচ্ছা।
বাংলাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। টুইট করেন, মমতা দিদি আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ।
এদিনই কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রীর স্ত্রী যশোদা বেনের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কুশল বিনিময়ের পর মোদী-জায়াকে একটি শাড়িও উপহার দেন মুখ্যমন্ত্রী।
বলে রাখি, মঙ্গলবার দিল্লিতে উড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক। লোকসভা ভোটের পর প্রথমবার দুজনের সাক্ষাত্।
দিল্লিতে উড়ে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলে যান, 'দিল্লি যাচ্ছি কারণ রাজ্যের কিছু টাকা পাওনা আছে। এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে গেইল-এর কিছু প্রবলেম আছে। সুযোগ পেলে সেসব নিয়ে কথা বলব। রাজ্যের নাম পরিবর্তন নিয়েও কথা হবে। ফারুক আবদুল্লাকে গৃহবন্দি করার বিষয়েও আলোচনা করব।'