প্রধানমন্ত্রীর সময় নেই, তৃণমূলের পাল্টা ২৩ জানুয়ারি ব্রিগেড করতে অক্ষম রাজ্য বিজেপি
অঞ্জন রায়: তৃণমূলের পাল্টা ২৩ জানুয়ারি ব্রিগেডে সমাবেশ করতে পারছে না রাজ্য বিজেপি। ওই দিনের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজির থাকবেন বলে ঘোষণা করা হয়েছিল।
তবে ২৩ জানুয়ারি নরেন্দ্র মোদী আসতে পারবেন না। তাঁর ঠাসা কর্মসূচি থাকায় সময় নেই বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর।
তাহলে কবে আসতে পারবেন প্রধানমন্ত্রী? আদৌ কি ব্রিগেড সমাবেশ করতে পারবে বিজেপি? ব্রিগেডে কি মমতা-মোদীর ডুয়েল হবে না?
প্রথমে বিজেপির তরফে বলা হয়েছিল, ৯ জানুয়ারি রাজ্যে আসতে পারবেন নরেন্দ্র মোদী। ওই দিনই হবে প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ।
অর্থাত্ মমতার ব্রিগেড সমাবেশের আগে কলকাতায় সভা করে যাবেন মোদী। পরে জানা যায়, ২৯ জানুয়ারির পর সময় হবে নমোর।
প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, ২৯ জানুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে সভা হলে আসতে পারবেন নরেন্দ্র মোদী। সেই মতো ব্রিগেড সমাবেশের দিনক্ষণ চূড়ান্ত করতে হবে বিজেপি নেতৃত্বকে।
২১ শে জুলাইয়ে মঞ্চ থেকে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯ জানুয়ারি ব্রিগেডে সভা করতে চলেছে ঘাসফুল শিবির।
লোকসভার আগে তাঁর ব্রিগেড সমাবেশে বিরোধী ঐক্যের মঞ্চে পরিণত হবে বলে ঘোষণা করেছিলেন মমতা।
দিন কয়েক দিল্লি সফরে ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকার জন্য বিরোধী নেতানেত্রীদের আমন্ত্র্ণ জানিয়েছেন মমতা। তাঁর মধ্যে রয়েছে শিবসেনা প্রধানও।
সূত্রের খবর, দশ জনপথে সনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে তাঁকে সভায় থাকার আমন্ত্রণ জানিয়ে এসেছেন মমতা। সেক্ষেত্রে সনিয়া ব্রিগেডে হাজির থাকলে ইতিহাস সৃষ্টি করবেন তৃণমূল নেত্রী।