Dead Satellites: মৃতেরা এ পৃথিবীতে ফেরে? মরা উপগ্রহ ঝরে পড়ছে মাটিতে...

Tue, 10 Jan 2023-5:47 pm,

গ্রহগুলি থেকে কী ভাবে এনার্জি বিকিরিত বা শোষিত হয়, সেটা জানা বা বোঝার লক্ষ্যে এই উপগ্রহ পাঠানো হয়েছিল। 

একটি 'ট্রায়ো অফ স্যাটেলাইটস'-এর অন্যতম ছিল এই আর্থ রেডিয়েশন বাজেট স্যাটেলাইট, বা ইআরবিএস।

দেখতে দেখতে ৪০টি বছর হয়ে গেল। ইআরবিএস লঞ্চ করা হয়েছিল ১৯৮৪ সালের ৫ অক্টোবরে। 

নাসা মনে করছে, এরকম ক্ষেত্রে অধিকাংশ উপগ্রহই বাতাসের সঙ্গে সংঘর্ষে জ্বলে-পুড়ে যায়। তবে বিশেষ কিছু উপাদানের জন্য এটি সম্পূর্ণ পুড়ে যাবে না।  

 

ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স জানিয়েছে, ৫,৪০০ পাউন্ড ওজনের এই স্যাটেলাইট বেরিং সি'র ওপরের আকাশে ঢুকেছে।

শুধু তাই নয়, ওজোন স্তর বিষয়ে তথ্য সংগ্রহও এই প্রকল্পের লক্ষ্য ছিল। ইআরবিএস-এর মাধ্যমে যে তথ্য সংগ্রহ করা হয়েছিল তা ওজোনস্তর রক্ষার ক্ষেত্রে গবেষণামূলক কাজে লেগেছে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link