Solar Storm: বিপর্যয়! বৃহস্পতিবার বিশ্ব জুড়ে বিচ্ছিন্ন হতে চলেছে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট সংযোগ?
এক সপ্তাহও হয়নি সৌরঝড়ের আঁচ এসে লেগেছিল পৃথিবীতে। ভারত মহাসাগরেই তখন সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল এর। বেতার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য।
এই সৌর ঝড়ের ধাক্কা সামলে উঠতে না উঠতেই নাসা জানাল আরও একটি সৌরঝড়ের আসতে চলেছে। এবং এবার সেটা আরও বড় আকারে।
প্রাথমিক অনুমান, বুধবারই ঝড়ের প্রথম দফার ঝাপটা এসে লাগবে পৃথিবীর গায়ে।
তবে এর প্রভাব পুরোদস্তুর চলবে বৃহস্পতিবার অর্থাৎ ২০ এপ্রিলে।
এই দুদিনে পৃথিবীতে সৌরঝড়ের প্রত্যক্ষ ও পরোক্ষ নানা প্রভাব পড়বে।
কী প্রভাব পড়বে? ভয়ংকর সব কাণ্ড ঘটতে পারে। এতে ফাটল ধরতে পারে পৃথিবীর আবরণের চৌম্বক ক্ষেত্রে, বেতারযোগ বিচ্ছিন্ন হতে পারে, জিপিএস বিকল হতে পারে, বিঘ্নিত হতে পারে মোবাইল নেটওয়ার্ক, এমনকি ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হওয়ার মতো ঘটনা ঘটতে পারে! বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হওয়াও কিছু আশ্চর্যের নয়।