করোনা মোকাবিলায় যথেচ্ছ অ্যান্টিবায়োটিকে হিতে বিপরীত হতে পারে, আশঙ্কা WHO-এর
করোনাভাইরাসের মোকাবিলায় এক ধাক্কায় বিশ্বজুড়ে অনেকটাই বেড়ে গিয়েছে অ্যান্টিবায়োটিকের ব্যবহার। কিন্তু এই সময়ে এবং ভবিষ্যতে এর ফলে হিতে বিপরীত হতে পারে। এমনটাই জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান তেদ্রোজ আধানম গেব্রেসুস।
সোমবার এক ভার্চুয়াল কনফারেন্সে হু প্রধান বলেন, “করোনা মোকাবিলায় অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে আমাদের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন”। অ্যান্টিবায়োটিকের সীমাহীন ব্যবহারের ফলে চলতি সময়ে ও আগামিদিনে বিভিন্ন জীবাণুর প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে বলে জানান তিনি।
সোমবার তেদ্রোজ বলেন, “করোনা আক্রান্তদের মধ্যে খুব কম সংখ্যকেরই অ্যান্টিবায়োটিক প্রয়োগের প্রয়োজন হয়।”
অহেতুক যথেচ্ছ অ্যান্টিবায়োটিকের ফলে ভবিষ্যতে উল্টে সমস্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি
আগামিদিনের কথা মাথায় রেখে তাই এ বিষয়ে সতর্ক হওয়ার আর্জি জানান তেদ্রোজ।