সীতারমন নিয়ে মন্তব্যে রাহুলকে নোটিস পাঠাতে চলেছে জাতীয় মহিলা কমিশন
নির্মলা সীতারমনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে মহিলা কমিশনের কোপের মুখে রাহুল গান্ধী। তাঁকে পাঠানো হচ্ছে নোটিস।
লোকসভায় রাফাল নিয়ে চলছে শাসক-বিরোধী বাগযুদ্ধ। অধিবেশনে এনিয়ে প্রতিরক্ষামন্ত্রীকে বিঁধতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে ফেলেন রাহুল গান্ধী।
একজন মহিলাকে সামনে রেখে সংসদে নিজেকে নরেন্দ্র মোদী নিজেকে বাঁচাতে চাইছেন বলে দাবি করেন রাহুল গান্ধী। তাঁর কথায়, ৫৬ ইঞ্চির ছাতি নিয়ে একজন মহিলা, সীতারমনকে এগিয়ে দিচ্ছেন আত্মরক্ষায়। আর নিজে সভায়। আড়াই ঘণ্টা ধরেও বিতর্ক করেও নিজেকে বাঁচাতে পাচ্ছেন এই মহিলা। আমি সোজা প্রশ্ন করেছি, হ্যাঁ অথবা না উত্তর দিন। কিন্তু পারছেন না।
রাহুলের এই মন্তব্যের পরই তাঁকে নোটিস পাঠানো হচ্ছে বলে জানিয়েছে জাতীয় মহিলা কমিশন।
মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা টুইটারে লিখেছেন, এই ধরনের মন্তব্য করে কী বোঝাতে চাইছেন রাহুল গান্ধী? 'এক মহিলাকে বলছেন আমাকে বাঁচান'...উনি কি মহিলাদের দুর্বল ভাবেন নাকি? মজাটা হচ্ছে, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের প্রতিরক্ষামন্ত্রীকে দুর্বল বলা হচ্ছে।
রাহুলের এই মন্তব্য নিয়ে বিঁধেছেন নরেন্দ্র মোদী। তাঁর কথায়,''গোটা দেশের মহিলাদের অপমানিত করেছেন কংগ্রেস সভাপতি''।