মহিলাদের সম্পর্কে অশ্লীল মন্তব্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা জাতীয় মহিলা কমিশনের
বিতর্কিত মন্তব্যের জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কনক সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালের উপাচার্যের সঙ্গে সাক্ষাত করবে জাতীয় মহিলা কমিশনের এক প্রতিনিধি দল।
এমনকি তদন্ত খতিয়ে দেখে আইনি পদক্ষেপ করার আর্জি জানিয়ে রাজ্য পুলিস প্রশাসনের কাছে চিঠি দিয়েছে কমিশন। অধ্যাপকের কুরুচিকর মন্তব্যে বিক্ষোভ জানাচ্ছেন যাদবপুরের পড়ুয়ারা।
উপাচার্যের সঙ্গে দেখা করবেন তাঁরা। উল্লেখ্য, ফেসবুকে মহিলাদের সম্পর্কে অশ্লীল মন্তব্য করে একাধিক পোস্ট করেন যাদবপুরের অধ্যাপর কনক সরকার।
ফেসবুক পোস্টে কনক সরকার লিখেছেন, সিল না করা নরম পানীয়ের বোতল বা বিস্কিট প্যাকেট কিনবেন? কুমারী মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়ার সুবিধা বোঝে না বোকা ছেলেরা।
তিনি আরও লিখেছেন, জন্মের সময় থেকে প্রাকৃতিকভাবে সিল করা থাকে মেয়েরা। ...
...কুমারী মেয়ের অর্থ মূল্যবোধ, সংস্কৃতি এবং স্বচ্ছতা। অনেক ছেলেরাই মনে করেন, কুমারী মহিলা পরীর মতো।
আর একটি পোস্টে কনক সরকার লিখেছেন, কুমারিত্ব, নীতিজ্ঞান ও সততা সামাজিক মূল্যবোধ। বিবাহ পর্যন্ত একজন মহিলার কুমারী থাকা প্রয়োজন। তেমনই একজন পুরুষকেও ব্রহ্মচারী থাকতে হবে।
কিন্তু দুর্ভাগ্যবশত, বিয়ের আগেই কুমারিত্ব হারাচ্ছেন মেয়েরা এবং ব্রহ্মচর্য হারাচ্ছেন পুরুষরা। এটা তাঁদের অজ্ঞতা এবং ইতিবাচক মূল্যবোধের অভাব প্রতিফলিত করছে।