নৌকায় Trina, কনকনে ঠাণ্ডার মধ্যে তিস্তায় ঝাঁপ Neel-র, তারপর?
গত ৪ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েছেন। তবে বিয়ের পরপরই শ্যুটিং শুরু করে দিয়েছিলেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। তাই আর মধুচন্দ্রিমায় যাওয়ার সুযোগ মেলেনি। তবে এবার একটু ফুরসত মিলতেই দার্জিলিংয়ে সময় কাটাচ্ছেন নীল-তৃণা।
তবে এটা মধুচন্দ্রিমা বললে হয়তবা কিছুটা ভুল হয়, কারণ নীল-তৃণা একা নন, তাঁদের সঙ্গে গিয়েছেন তাঁদের আরও বেশকিছু বন্ধু-বান্ধব।
তবে দার্জিলিং শহরে ঢোকার আগে জলপাইগুড়িতে তিস্তা নদীতে সদলবলে মজা করতে দেখা গেল নীল-তৃণাকে।একসঙ্গে অনেকজন মিলে নদীতে বোটিং করতে দেখা গেল।
কখনও আবার মজা করেই নদীর কনকনে ঠাণ্ডা জলে ঝাঁপ দিয়ে বসলেন নীল। যদিও নদীতে নেমে বেশ টের পেলেন জলটা কতটা ঠাণ্ডা। তারপর অবশ্য ফের নৌকায় চড়ে বসলেন তিনি।
জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ে পৌঁছতেই খোশমেজাজে নীল। পাহাড়ে ঘেরা দার্জিলিং, চা-বাগান দেখতে দেখতে গরম চায়ে চুমুক দেওয়া সত্যিই বেশ আরামদায়ক। তারই কিছু মুহূর্ত লেন্সবন্দি হয়েছে।
পাহাড় ঘেরা দার্জিলিংকে লেন্সবন্দি করেছেন নীল ভট্টাচার্য-তৃণা সাহা।
পাহাড়ি মিঠে রোদ গায়ে মেখে খোশ মেজাজে তৃণা সাহা।
দার্জিলিংয়ের সৌন্দর্যে মজে নীল ওরফে 'কৃষ্ণকলি'র নিখিল।
কখনও আবার সদ্য বিবাহিতা তৃণা সাহার সঙ্গে রোম্যান্সে মজলেন নীল ভট্টাচার্য।
টয় ট্রেনে ওঠার আগে। কনকনে শীত থেকে বাঁচতে মোটা ওভারকোট গায়ে দিতেই হল নীলকে।