নেহা কক্করের সঙ্গে আদিত্যর বিয়ে নিয়ে বিস্ফোরক উদিত নারায়ণ, কী বললেন জনপ্রিয় গায়ক
আগামী ১৪ ফেব্রুয়ারি নেহা কক্করের সঙ্গে আদিত্য নারায়ণের বিয়ে হচ্ছে কি? সম্প্রতি এমনই গুঞ্জন শুরু হয় গোটা বি টাউন জুড়ে। নেহা-আদিত্যর বিয়ে নিয়ে এবার মুখ খুললেন উদিত নারায়ণ
সম্প্রতি একটি সংবাদমাদ্যমের সাক্ষাতকারে হাজির হন উদিত নারায়ণ। সেখানে তিনি বলেন, আদিত্য তাঁদের একমাত্র ছেলে। তাই নেহাকে বিয়ে করলে, তাঁদের কোনও আপত্তি নেই। কিন্তু নেহাকে বিয়ের বিষয়ে এখনও পর্যন্ত আদিত্য তাঁদের কিছু বলেননি বলে স্পষ্ট জানান উদিত নারায়ণ
শুধু তাই নয়, নেহা কক্করের সঙ্গে আদিত্য নারায়ণের বিয়ের খবর গুজব ছাড়া অন্য কিছু নয়। এমনই মন্তব্য করেন উদিত। তিনি বলেন, যে চ্যানেলের রিয়েলিটি শোয়ের মঞ্চে হাজির হচ্ছেন নেহা এবং আদিত্য়, সেই চ্যানেলের সংশ্লিষ্ট অনুষ্ঠানের জনপ্রিয়তা বাড়ানোর জন্যই এই ধরনের খবর ইচ্ছে করে ছড়ানো হচ্ছে
তবে নেহা খুব ভাল মেয়ে। নেহাকে তিনি এবং তাঁর স্ত্রী দীপা নারায়ণ বেশ পছন্দও করেন। তাই আদিত্য যদি নেহা কক্করকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেন, তাহলে নারায়ণ দম্পতির কোনও আপত্তি নেই বলেও খোলসা করেন উদিত
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি স্টেটাস শেয়ার করেন নেহা কক্কর। সেখানে তিনি জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি ভক্তদের জন্য নতুন কিছু অপেক্ষা করছে। সেই একই ধরনের পোস্ট ষেয়ার করেন আদিত্য নারায়ণও। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও জোরদার হয়। আগামী ১৪ ফেব্রুয়ারি নেহা কক্কর এবং আদিত্য নারায়ণ বিয়ে করছেন বলে অনেকেই মন্তব্য করতে শুরু করেন
তবে আগামী ১৪ ফেব্রুয়ারি নিজেদের নতুন গানের অ্যালবাম গোয়া বিচ প্রকাশ্যে আনছেন নেহা, আদিত্য। ১৪ ফেব্রুয়ারির উপহার হিসেবে দর্শকদের তেমন ইঙ্গিতই কি দিয়েছেন এই সেলেব জুটি, এমন প্রশ্নও উঠছে
নেহা-আদিত্যর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ানোর পর ওই রিয়েলিটি শোয়ের মঞ্চে হাজির হন জনপ্রিয় গায়ক কুমার শানু। বিয়ে উপলক্ষে তিনি নেহাকে 'শগুন কি চুন্নি' উপহারও দেন। এমন ছবিও দেখা যায়
নেহা কক্কর এবং আদিত্য নারায়ণের বিয়ে নিয়ে ওই রিয়েলিটি শোয়ের অন্য দুই বিচারক অর্থাত বিশাল দাদলানি এবং হিমেশ রেশমিয়াও প্রকাশ্যে মন্তব্য করতে শুরু করেন।
এমনকী, আদিত্যকে জামাই হিসেবে পছন্দ বলে যেমন জানান নেহার মা, তেমনি উদিত এবং দীপা নারায়ণও জানান, নেহাকেও ছেলের বউ হিসেবে পছন্দ তাঁদের
জানা যায়, হিমাংশ কোহলির সঙ্গে বিচ্ছেদের পর নেহার সঙ্গে রিয়েলিটি শোয়ের মঞ্চে বন্ধুত্ব হয় আদিত্য নারায়ণের। ওই বন্ধুত্ব থেকেই শেষ পর্যন্ত নেহা কক্করের সঙ্গে আদিত্য নারায়ণের সম্পর্ক তৈরি হয় বলে শোনা যায়