হিমাংশু কোহলির সঙ্গে বিচ্ছেদ মানসিক অবসাদে ভুগছেন নেহা কক্কর!
বেশকিছুদিন ধরেই অভিনেতা হিমাংশু কোহলির সঙ্গে গায়িকা নেহা কক্কর বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে। ইনস্টাগ্রাম থেকেও নাকি হিমাংশু কোহলিকে 'আনফলো' করে দিয়েছেন নেহা। এমন খবরও ছড়িয়ে পড়ে হু হু করে।
'আঁখ মারে' গায়িকা ইতিমধ্যেই হিমাংশু কোহলিকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন। ইনস্টা অ্যাকাউন্ড থেকে ডিলিট করেছেন তাঁর ও হিমাংশুর একাধিক ছবি।
বিচ্ছেদে ধাক্কা অনেকেই স্বাভাবিক ভাবে নিতে পারেন না। একটা ধাক্কা অনেকের জীবনেই ঝড় বয়ে যায়। গায়িকা নেহা কক্করের ক্ষেত্রেও যে তেমনটাই ঘটেছে, তা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই বেশ বোঝা যাচ্ছে।
এই বিচ্ছেদের ফলে নেহা নাকি মানসিক অবসাদে ভুগছেন। সম্প্রতি, ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে সেকথা স্বীকার করে নিয়েছেন নেহা। ''হ্যাঁ আমি অবসাদের মধ্যে রয়েছি। সেই সমস্ত খারাপ মানুষগুলিকে ধন্যবাদ, যাঁরা এমনটাই চাইছিলেন।''
আরও একটি ইনস্টা পোস্ট থেকে বোঝা যাচ্ছে, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অত্যাধিক চর্চায় বেশ বিরক্ত গায়িকা। নেহা সকলকে অনুরোধ করে লিখেছেন, তাঁকে যেন তাঁর ব্যক্তিগত জীবনে একটু একা ছেড়ে দেওয়া হয়। পুরো বিষয়টা না জেনে তাঁকে নিয়ে যেন আলোচনা না করা হয় বলে অনুরোধ জানিয়েছেন নেহা। তাঁর কথায়, তিনি ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, দয়া করে এটা নিয়ে না জেনে বুঝে এত বেশি ঠিক-ভুল বিচার করতে যাবেন না।
এর আগে আবেগতাড়িত নেহা লিখেছিলেন, ''আমার জানা ছিল না, এই পৃথিবীতে এতটা খারাপ মানুষ রয়েছে। আমি সবকিছু হারিয়ে বসে আছি। এখন এসে হুঁশ ফিরেছে। ''
''আমি জানি, আমি একজন সেলিব্রেটি, আমার প্রকাশ্যে এসব লেখা উচিত নয়, তবে আমি একজন মানুষও বটে। আমি আজ এক্কেবারেই ভেঙে পড়েছি। আমি আমার আবেগকে সামলাতে পারছি না।''
''আমি আমার সবটা দিয়েছি, বদলে যা পেয়েছি তা বলতে পারব না...''
নেহা লিখেছিলেন, ''আমি জানি এবার অনেক মানুষ এই বিষয়টি নিয়ে আলোচনা করবে, সবাই এটা চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবে, অনেকে এটা নিয়েও আলোচনা করবে যেটা আমি করি নি, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না, আমি এসবে অভ্যস্ত হয়ে গিয়েছি।''
''আমাদের সেলিব্রিটিদের দুই ধরনের চেহারা থাকে, একটা ব্যক্তিগত, অন্যটা পেশাদারি, সেলেবরা ব্যক্তিগত জীবনে যতই অশান্তিতে থাকুন না কেন, আপনাকে বাইরে বের হয়ে সবসময় হাসতে হবে।''
সম্প্রতি একটি রিয়েলিটি শো-এর মঞ্চে হাজির হন হিমাংশু কোহলির উপর ভালবাসার কথা স্বীকার করেন নেহা কক্কর। ওই শো-এর মঞ্চে দাঁড়িয়েই এরপর নেহার সঙ্গে একপথে চলার অঙ্গীকার করেন হিমাংশু।
ওই ঘটনার কয়েক দিনের মধ্যেই শেষ পর্যন্ত হিমাংশু কোহলির সঙ্গে নেহা কক্করে বিচ্ছেদ হয়ে যায় বলেই গুঞ্জন ছড়িয়েছে।