২০০০, ৫০০ ও ২০০ টাকার ভারতীয় নোট নিষিদ্ধের সিদ্ধান্ত নেপাল সরকারের
২,০০০, ৫০০ ও ২০০ টাকার ভারতীয় নোটের ব্যবহার নিষিদ্ধ করল নেপাল। নেপালের মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ঘোষণা করেন তথ্যমন্ত্রী গোকুল বাসকোটা।
এই সিদ্ধান্তের ফলে ভারতে কর্মরত নেপালি শ্রমিক ও সে দেশে ভারতীয় পর্যটকরা সমস্যায় পড়বেন। নেপালে বহু ভারতীয় পর্যটক প্রতিবছর ঘুরতে যান।
গোকুল প্রসাদ বাসকোটাকে উদ্ধৃত করে কাঠমাণ্ডু পোস্ট প্রতিবেদনে লিখেছে, ১০০ টাকার বেশি ভারতীয় মুদ্রা না রাখতে নেপালবাসীকে অনুরোধ করেছে নেপাল সরকার।
২০২০ সালে 'ভিজিট নেপাল ইয়ার' উদযাপন করতে চলেছে সরকার। সেউ উপলক্ষে প্রচুর ভারতীয় সে দেশে পর্যটনে যাবেন বলে মনে তরছে নেপাল। আর সে কারণেই ভারতীয় নোট নিষিদ্ধের সিদ্ধান্ত।
২০১৬ সালে নোট বাতিলের সিদ্ধান্ত নেয় মোদী সরকার। তারপর বাজারে আসে নতুন ২০০০, ৫০০ ও ২০০ টাকার নোট।