Nepal: বিপুল বর্ষণ, ভয়ংকর ভূমিধস! ঘুমের মধ্যেই মৃত্যু গোটা পরিবারের...
নেপালের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিতে ভূমিধসে তিন শিশু-সহ অন্তত নয় জন নিহত হয়েছে।
নেপালের জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ভূমিধসে গুলমি জেলার মালিকা গ্রামের একটি ঘর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এতে একই পরিবারের পাঁচ সদস্য নিহত।
দুর্ঘটনার সময় তাঁরা ঘুমাচ্ছিলেন। তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুজন শিশু।
এ ছাড়াও ভূমিধসে এক মহিলা ও তাঁর তিন বছর বয়সী কন্যাসন্তানের মৃত্যু ঘটেছে।
বাগলুং জেলায় ভূমিধসে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
জুনের মাঝামাঝি থেকে নেপালে বর্ষা। তখন থেকে এ পর্যন্ত বন্যা, ভূমিধস ও বজ্রপাত মিলিয়ে নেপাল জুড়ে অন্তত ৩৫ জনের প্রাণহানি ঘটেছে।