Hardik Pandya-Natasa Stankovic Wedding: এবার হিন্দু মতে বিয়ে হার্দিক-নাতাশার, ‘আর কতবার?’, প্রশ্ন নেটপাড়ার...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার রাজস্থানের উদয়পুরে এবার হিন্দুমতে বিয়ে করলেন টিম ইন্ডিয়ার অল রাউন্ডার হার্দিক পাণ্ডেয়া ও সার্বিয়ান মডেল-অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ।
এই সপ্তাহেই মঙ্গলবার খ্রিষ্টান মতে বিয়ে করেছিলেন তাঁরা। এবার বাঁধা পড়লেন সাতপাকে। রাজকীয় বিয়ের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন হার্দিক।
এদিন হার্দিকের পরনে ছিল ক্রিম কালারের জমকালো শেরওয়ানি। অন্যদিকে নাতাশার পরনে ছিল লাল শাড়ি।বরমালা দান, সিঁদুর দান থেকে শুরু করে মঙ্গলসূত্র পরানোর ছবিতে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন অনুরাগীরা।
২০২০ সালে জানুয়ারিতে আংটি বদল করেছিলেন হার্দিক ও নাতাশা। এরপর সেই বছরই কোভিডের মাঝে ৩১-মে বিয়ে করেন তাঁরা। জুলাই মাসে ছেলে অগস্ত্যর জন্ম দেন নাতাশা।
কোভিডের কারণে সেই সময় সবাইকে আমন্ত্রণ জানিয়ে জাঁকজমকপূর্ণভাবে বিয়ে করতে না পারার কারণেই ফের বিয়ে করার সিদ্ধান্ত নেন এই তারকা দম্পতি।
বিয়ের ছবি শেয়ার করার পরেই শুভেচ্ছার পাশাপাশি নেটপাড়ায় তির্যক মন্তব্য করতেও দেখা যায় একদল নেটিজেনকে। কেউ লিখেছেন, ‘আর কতবার বিয়ে করবেন?’, অন্য এক ব্যক্তি ‘এরপর কী শিখ স্টাইলে বিয়ে করবেন?’,এক নেটিজেন লেখেন, ‘পয়সা থাকলে সবকিছুই সম্ভব’, অন্য এক নেটিজেন লেখেন, ‘এবার থাম ভাই’।