পড়ার অভ্যেস খানিকটা নষ্ট করে দিয়েছে গুগল: মোদী

Sun, 24 Nov 2019-6:20 pm,

এনসিসি ক্যাডেটদের সঙ্গে কথা প্রসঙ্গে ব্যক্তিগত বেশকিছু কথা বলে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ছিল তাঁর মাসিক রেডিও অনুষ্ঠানের ৪৯তম পর্ব।

রাজনীতিতে না এলে কী করতেন? এনসিসি ক্যাডেটদের করা এরকম প্রশ্ন একটু বেকায়দায় পড়ে যান প্রধানমন্ত্রী। তিনি বলেন, কখনও রাজনীতি আসবে ভাবিনি। কিন্তু এখন যখন এসে পড়েছি তখন সব সময় ভাবি কীভাবে দেশের সেবা করা যায়।

জীবনের লক্ষ প্রসঙ্গে মোদী বলেন, অন্যান্য ছেলেদের মতো জীবনের বিভিন্ন ধাপে বিভিন্ন কাজ করতে চেয়েছিলাম। তবে একটা কথা ঠিক যে কখনও রাজনীতিবিদ হতে চাইনি। এমন কথাও কখনও ভাবিনি।

বই পড়া বা টিভি দেখার সময় পান? এরকম এক প্রশ্নের উত্তরে মোদী বলেন, সিনেমার নেশা খুব কমই রয়েছে। তবে টিভি দেখি অল্পসল্প।

বই পড়ার অভ্যেস  সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বই পড়তে বেশ ভালোবাসি। কিন্তু এখন গুগল এসে যাওয়ার কারণে সেভাবে পড়া আর হয়ে ওঠে না। পড়ার অভ্যেস খানিকটা নষ্ট করেছে গুগল। এখন কোনও তথ্য জানতে চলে চট করে গুগল করে ফেলা যায়। সবার ক্ষেত্রেই এটা এখন সত্যি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link