মাছি গোঁফ স্বস্তিক চিহ্নের পোশাকে সংসদে ঢুকলেন হিটলার...

Thu, 09 Aug 2018-3:48 pm,

নিজে ক্ষমতায়, সেটাকেই হাতিয়ার করে বরাবর শান দিয়েছেন তেলেগু দেশম পার্টির এই সাংসদ। আদ্যন্তে তিনি অভিনেতা। তবে, রাজনীতিক হিসাবেও বেশ জনপ্রিয়। টিডিপির লোকসভার সাংসদ নরমালি শিবপ্রসাদকে আজ দেখা গেল হিটলারের বেশে।

সংসদে প্রতি বারই নতুন নতুন ভূমিকায় তাঁকে দেখা গিয়েছে। যদি ভাবেন, শুধু মাত্র রস সৃষ্টি করতেই নানা রূপে সম্মুখে তিনি, তা হলে ভুল করবেন। অন্ধ্রপ্রদেশের ‘বিশেষ মর্যাদা’র দাবিতে এ ভাবেই বারবার কেন্দ্রের নজর কেড়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে সকলেই হতভম্ব!  সংসদে এ কে ঢুকছেন! এ যে হিটলার! ভ্রান্তি কাটে মুহূর্তেই...পার্লামেন্ট চত্বরে যাঁকে দেখা গেল, তিনি আদতে টিডিপি সাংসদ শিবপ্রসাদ। যত দিন না কেন্দ্র অন্ধপ্রদেশকে ‘বিশেষ মর্যাদা’ দিচ্ছে, ততদিন তিনি এভাবেই বহুরূপে প্রতিবাদ করে যাবেন বলে জানিয়েছেন।

২০১৩ সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তৈরি হয় তেলেঙ্গানা রাজ্য। এর পর নরেন্দ্র মোদী সরকারের কাছে ‘বিশেষ অনুদান’ চেয়ে সরব হয় রাজ্য।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর টিডিপি এবং বিরোধী ওয়াইএসআর কংগ্রেস এক জোট হয়ে এই দাবির পক্ষে লড়াই চালিয়ে যাচ্ছে।  

টিডিপি সাংসদ শিবপ্রসাদ এই প্রথম কোনও বিদেশি চরিত্রে নিজেকে মেলে ধরলেন। প্রধানত ভারতীয় সংস্কৃতির বিভিন্ন চরিত্রে তাঁকে দেখা গিয়েছে।

‘কমন ম্যান’ ভূমিকায় প্রতিবাদ জানাচ্ছেন শিবপ্রসাদ।

কখনও সুফির বেশে টিডিপির নেতা।

২০১৮ সালের মার্চে দুর্নীতি বিরুদ্ধে সরব হন সর্দার বল্লভভাই প্যাটেল ভূমিকায়।

২০১৮ সালের বাজেট অধিবেশনে রাজা হরিশচন্দ্র সেজে এসেছিলেন তিনি।

২০১৬ সালে মে মাসে পার্লামেন্ট চত্বরে হঠাতই এই টিডিপি নেতাকে সংবিধান প্রণেতা আমবেদকরের ভূমিকায় দেখা যায়।

টিডিপি-র শিব যখন কৃষ্ণ।

কেন্দ্রের মন পেতে যাজকও সেজেছেন এই সাংসদ।

সাফাইওয়ালার ভূমিকায় সাংসদ।

মহিলা সংরক্ষণ বিল উত্থাপনের দিনে মহিলা বেশে দেখা গেল তাঁকে।

ব্রাহ্মণ শিবপ্রসাদ।

কখনও রাম কখনও কোরান হাতে মুসলিম...

জেলে হয়েও আদায় পাকড়াও করার চেষ্টা করেছেন তিনি।

জটাধারী বাবা যখন শিবপ্রসাদ

রামের ভূমিকায় সংসদ ভবনে...

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link