New Covid-19 Wave: ফের ভয় ধরাচ্ছে কোভিড, দেশে ১০ লাখ মৃত্যুর আশঙ্কা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ভয় ধরাচ্ছে কোভিড। আগামী দিনে করোনায় আক্রান্ত হয়ে ১০ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কারণ, কোভিডের নয়া ঢেউ ফের আছড়ে পড়তে চলেছে বলে আশঙ্কা।
চিনে ইতিমধ্যেই উদ্বেগজনক চেহারা নিয়েছে কোভিড। ১৪০ কোটির দেশ চিন। ফলে চিনে একবার উদ্বেগজনক হারে সংক্রমণ ছড়াতে শুরু করলে, তার ফল ভয়াবহ হবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, ৩ বছর কঠোর বিধি-নিষেধ আরোপ থাকার পর, সম্প্রতি চিনে সেই কোভিড সংক্রান্ত বিধি নিষেধ শিথিল করা হয়। আর তারপরই গত মাস থেকে দেশে ফের কোভিডের সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে।
সোমবার চিনে করোনায় আক্রান্ত হয়ে ফের মৃত্যুর ঘটনাও ঘটেছে। ইতিমধ্যেই গত মাস থেকে প্রায় ৫০০০ মানুষ নতুন করে কোভিডে প্রাণ হারিয়েছেন।
সেইসঙ্গে সোমবার চিনে ফের নতুন করে ২,৭২২ জনের দেহে করোনার সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে। আগের দিন যে সংখ্যাটা ছিল ১,৯৯৫। ফলে গ্রাফ ঊর্ধ্বমুখী।
সরকারিভাবে দেওয়া তথ্য বলছে, ইতিমধ্যেই চিনে নতুন করে ৩ লাখ ৮৩ হাজার ১৭৫ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
আশঙ্কা করা হচ্ছে, ২০২৩-এর এপ্রিলের মধ্যে চিনে কোভিড সংক্রমণ তার সর্বোচ্চ শিখরে পৌঁছবে। আর আগামী ১ বছরে ১০ লাখ মানুষ ফের প্রাণ হারাবে।