New Cyclonic Storm: `ডানা`র পরেও রেহাই নেই! পরবর্তী ঝড়ের ভয়ংকর খবর দিল মৌসম ভবন...

Soumitra Sen Sat, 02 Nov 2024-3:41 pm,

ঝড় নিয়ে কী বলছে ভারতীয় মৌসম ভবন তথা ইন্ডিয়া মেটিওরলজিক্যাল ডিপার্টমেন্ট? গতকাল শুক্রবারই তারা এ নিয়ে পূর্বাভাস করেছে।

আগামী ৫ নভেম্বর নাগাদ বঙ্গোপসাগরের দক্ষিণপশ্চিমে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে পারে বলে আশঙ্কা তাদের! 

এটি এর পরের চারদিন ধরে মোটামুটি একইরকম থাকবে। তবে তা ৯ নভেম্বর নাগাদ ধীরে ধীরে তামিল নাড়ুর উপকূলের দিকে যাবে।

বলা হচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটা 'ট্রাউ অব লো' তৈরি হতে পারে। যার সঙ্গে দক্ষিণ-পশ্চিমে তৈরি হওয়া একটা লো প্রেসার এরিয়া থাকবে। তবে এটা তত তীব্র আকার ধারণ করবে না। 'ট্রাউ' হল নিম্নচাপপূর্ণ আবহাওয়া-বলয়ের একটি ব্যাপ্ত এলাকা, নিম্নচাপের কেন্দ্র থেকে যেটা ক্রমশ ছড়িয়ে পড়ে।

আইএমডি ডায়নামিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মডেল সাইক্লোজেনেসিসের আশঙ্কার কথা বলেছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ু-কন্যাকুমারী-আন্দামান-শ্রীলঙ্কার উপকূলভাগে সাইক্লোজেনেসিসের ৩০ থেকে ৪০ শতাংশ আশঙ্কা আছে। 

ঝড় নিয়ে সকলেরই অবস্থা ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়-এর মতো। আসলে কয়েকদিন আগেই ঘূর্ণিঝড় ডানা তাণ্ডব চালিয়ে গিয়েছে ওডিশায়। ভদ্রকের ধামরায় ১১০ কিমি প্রতি ঘণ্টা বেগে আছড়ে পড়েছিল সেই ঝড়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link