নতুন বছরে মোদীর উপহার, জিএসটি কমায় কত টাকা বাঁচছে? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
মনিটর ও টিভি স্ক্রিনের উপরে জিএসটি ২৮ শতাংশ থেকে কমে হতে চলেছে ১৮ শতাংশ।
মনিটর ও টিভি স্ক্রিনের উপরে জিএসটি ২৮ শতাংশ থেকে কমে হতে চলেছে ১৮ শতাংশ।
গাড়ির যন্ত্রাংশ যন্ত্রাংশের উপরে জিএসটি ২৮ শতাংশ থেকে কমে হচ্ছে ১৮ শতাংশ।
সিমেন্টের উপরে জিএসটি নিয়ে কোনও পরিবর্তন হয়নি।
ধর্মীয়যাত্রার উপরে জিএসটি ১৮ শতাংশ থেকে ১২ ও ৫ শতাংশ করা হয়েছে।
গাড়ির টায়ারে জিএসটি হার ২৮ শতাংশ থেকে কমে রয়েছে ১৮ শতাংশ।
জনধন অ্যাকাউন্টের বিভিন্ন পরিষেবা জিএসটি মুক্ত করা হল।
বিশেষভাবে দক্ষ মানুষদের দরকারি জিনিসপত্র যেমন হুইলচেয়ারের উপরে জিএসটি কমে হল ৫ শতাংশ।
পাওয়ার ব্যাঙ্কে জিএসটি কমে হল ১৮ শতাংশ।
প্যাকেটজাত সবজিতে জিএসটি এখন শূন্য শতাংশ।
জুতোয় জিএসটি কমে হল ১২ শতাংশ।
জুতোয় জিএসটি কমে হল ১২ শতাংশ।
থার্ড পার্টি মোটর বিমায় জিএসটি ২৮ শতাংশ থেকে কমে হল ১৮ শতাংশ। পণ্যবাহী গাড়ির থার্ড পার্টি বিমার জিএসটি হার ১৮ শতাংশ থেকে কমে হল ১২ শতাংশ।
সংগীত বইয়ের উপরে কর ছিল ৫ শতাংশ। এখন তা শূন্য।
ডিজিটাল ও ভিডিও ক্যামেরা রেকর্ডারের উপরে জিএসটি ২৮ থেকে কমে হল ১৮%।
ভিডিও গেম কনসোলে কমেছে জিএসটি হার।
মার্বেলে জিএসটি কমে হল ৫ শতাংশ।