Covid 19: ছড়াচ্ছে সংক্রমণ, রাজ্যের এই জেলায় নতুন করে মাইক্রো কনটেইনমেন্ট জোন
নিজস্ব প্রতিবেদন : নতুন করে ছড়াচ্ছে করোনার সংক্রমণ। কিন্তু হুঁশ নেই মানুষের। আর তাই রায়গঞ্জের একাংশে মাইক্রো কনটেইনমেন্ট জোন করা হল।
রায়গঞ্জ পুরসভার পৌরপতি স্বয়ং করোনা আক্রান্ত। কিন্তু তারপরেও শহরেও বিভিন্ন এলাকায় মানুষজন মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন।
মাস্ক নেই কেন? জিজ্ঞাসা করলে জবাবে মিলছে নানা অজুহাত। এককথায় সচেতনতার অভাব সর্বত্র।
এই পরিস্থিতিতে রায়গঞ্জ পুর এলাকার ২টি ওয়ার্ডের নির্দিষ্ট কিছু অংশে নতুন করে মাইক্রো কনটেইনমেন্ট জোন করা হল।
একইসঙ্গে জেলা প্রশাসন ও পুর প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সতর্ক করতে সমান তালে চলছে প্রচার। টিকাকরণ হয়ে গেলেও কোভিড বিধি মেনে চলতে বলা হচ্ছে।