ভারতের বাজারে এসে গেল নতুন Pulsar, জেনে নিন কত হবে দাম

Thu, 28 Oct 2021-3:38 pm,

একটি উন্নত ২৫০cc, ৪-স্ট্রোক ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। ২৪.৫ PS এর আউটপুট এবং ২১.৫ Nm এর সর্বোচ্চ টর্ক সহ, এটি 'পালসার রাশ' কে পরবর্তী স্তরে নিয়ে যায়।

পালসার শুরু হয়েছিল ১৫০cc ইঞ্জিন সহ। এরপরে বাজাজ নিয়ে আসে ১৮০cc এবং ২২০cc ইঞ্জিন। এই নতুন ২৫০cc ইঞ্জিনে রয়েছে সর্বোত্তম ফিচার।    

ফেয়ারিং-মাউন্ট করা রিয়ারভিউ মিরর, স্প্লিট সিট, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, এলইডি ডিআরএল এবং প্রজেক্টর হেডল্যাম্প রয়েছে এই বাইকে।  

বাজাজ পালসার ২৫০ তিনটি ভেরিয়েন্টে বাজারে আসবে বলে আশা করা হয়েছিল -- নেকেড বা NS250, সম্পূর্ণ ফেয়ারড RS250 এবং সেমি-ফেয়ারড 250F, যদিও বাজাজ ভারতে শুধুমাত্র নেকেড N250 এবং সেমি-ফেয়ারড F250 নিয়ে এসেছে। 

কোভিড-১৯ মহামারীর কারণে সম্পূর্ণ নতুন এই পালসার লঞ্চ কয়েক মাস বিলম্বিত হয়েছে। তবে বেশ কয়েকবার রাস্তায় বাইকটির টেস্টিং লক্ষ্য করা গ্যাছে আগেই।

এই বাইকের পিছনের চাকা ১৩০mm এবং সামনের চাকা ১০০mm। সাহাজ্যকারি স্লিপার ক্লাচ রয়েছে এই বাইকে।   

পারফরমান্স যারা পছন্দ করেন তাদের জন্য পালসার তার টেকমিটারটি সুচের মতন বানিয়েছে।  

সংস্করণের উপর নির্ভর করে LED হেডল্যাম্প এবং টেলল্যাম্প থাকছে পালসারের নতুন মডেলে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link