৫০, ১০০, ২০০-র পর এবার বাজারে আসছে নতুন ২০ টাকার নোট

Suman Majumder Sat, 27 Apr 2019-11:40 am,

১০, ৫০, ১০০, ২০০, ৫০০, ২০০০ টাকার নতুন নোটের পর এবার বাজারে আসতে চলেছে নতুন ২০ টাকার নোট। 

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র তরফে নতুন ২০ টাকার নোটের ছবি প্রকাশ করা হয়েছে। সবুজ ও হলুদ রংয়ের মিশ্রণে করা হয়েছে নতুন ২০ টাকার নোট। ৬৩/ ১২৯ মিলিমিটারের হবে এই নোট।

নোটের সামনের দিকে থাকবে মহাত্মা গান্ধীর ছবি। পিছনে অজন্তা-ইলোরা গুহা চিত্র। পুরনো কুড়ি টাকার নোটের সঙ্গে নতুন এই নোটের অনেকটাই তফাত। রং এবং আকার, দুই ক্ষেত্রেই।

নিউম্যারিক ও দেবনাগরী, দুই হরফে ২০ সংখ্যা লেখা থাকবে এই নোটে। 

নোটের ডানদিকে থাকবে অশোক স্তম্ভের ছবি। প্রায় মাঝ বরাবর থাকবে নতুন গভর্নর শক্তিকান্ত দাস-এর স্বাক্ষর। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link