IPL 2021: আইপিএলে একাধিক নতুন নিয়ম, বল গ্যালারিতে গেলেই স্যানিটাইজড!

Tue, 10 Aug 2021-2:53 pm,

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মরুদেশে শুরু হবে আইপিএলের দ্বিতীয় পর্ব। ফাইনাল হবে ১৫ অক্টোবর। কোভিড আবহাওয়ায় একাধিক পরিবর্তন আসতে চলেছে ক্রিকেটের সবচেয়ে ধনী লিগে। এই প্রতিবেদনে রইল বিসিসিআই ঠিক কী কী বদলের সুপারিশ করল। 

ব্যাটসম্যানের মারা শটে বল যদি স্ট্যান্ডে গিয়ে পড়ে বা স্টেডিয়ামের বাইরে চলে যায়, তাহলে বল বদলে যাবে। চতুর্থ আম্পায়ার লাইব্রেরি থেকে ক্রিকেট বল নিয়ে আসবেন মাঠে। আগের বলটি ফিরলে সেটিকে অ্যালকোহল বেসড ওয়াইপ/ ইউভি-সি দিয়ে স্যানিটাইজ করা হবে। তারপর ফের সেটিকে বলের লাইব্রেরিতে রেখে দেওয়া হবে।

কোনও প্লেয়ার অন্য়ের পানীয়, খাবার ও জলের বোতল শেয়ার করতে পারবেন না। (প্রতীকী ছবি)

পরিবর্ত প্লেয়াররা ড্রিঙ্কস হোল্ডারে করে পূর্ব নির্ধারিত নির্দিষ্ট বোতলই  নিয়ে আসবে। (প্রতীকী ছবি)

বিসিসিআই ফ্যাঞ্চাইজিগুলিকে বলেছে পানীয়র বোতলে প্লেয়ারের নামের লেবেল ব্যবহার করতে। (প্রতীকী ছবি)

 বিসিসিআই বলছে প্লেয়াররা যেন নিজেদেরই তোয়ালে বা পোশাক ব্যবহার করেন, অন্যের নয়। (প্রতীকী ছবি)

গল্ফ কোর্স আংশিক ভাবে ব্যবহার করতে পারবে না কোনও টিম। হোটেলের পুরো গলফ কোর্সই বুক করতে হবে। (প্রতীকী ছবি)

হোটেলের বার, রেস্তোরাঁ, ক্যাফে ও জিম ব্যবহার করা যাবে না। গল্ফ ক্লাবের লকাররুম ব্যবহার করা যাবে। (প্রতীকী ছবি)

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link