Digha on Christmas: ক্রিসমাসে `নতুন` দিঘা! সমুদ্রস্নানে কোনও নিষেধাজ্ঞা আছে? ঝাউবনে পিকনিক করা যাচ্ছে তো এবার?

Soumitra Sen Wed, 25 Dec 2024-12:45 pm,

দিঘা উন্নয়ন পর্ষদের পক্ষ থেকেও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে বিচ ও দিঘা শহর। বহু পর্যটক দিনের দিন দিঘায় এসেছেন, পিকনিক করছেন ঝাউবনে। পিকনিক সেরে তাঁরা আবার বাড়ি ফিরে যাবেন। (তথ্য ও ছবি: কিরণ মান্না)

দিঘার সমস্ত হোটেলে বুকিং প্রায় শেষ হয়ে এসেছে। এবং এই মরসুমে দিঘায় বাড়তি ভাড়া যাতে কোনও হোটেল না নেয়, সেদিকেও নজর রেখেছে প্রশাসন। (তথ্য ও ছবি: কিরণ মান্না)

এ রাজ্যের পর্যটকেরা ছাড়াও ভিন রাজ্যের বহু পর্যটকও আজ দিঘায় এসেছেন। দিঘা শংকরপুর তাজপুর মিলিয়ে সকাল পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার পর্যটকের ভিড় হয়েছে আজ। (তথ্য ও ছবি: কিরণ মান্না)

কিন্তু আজ দিঘায় বেশ কিছু নিয়ম জারি হয়েছে পর্যটকদের সুবিধার্থে। যেমন, আজ বিচের উপর ঘোড়ার বিচরণ বন্ধ করা হয়েছে। বাইক বা অন্যান্য যানবাহনও নামতে দেওয়া হচ্ছে না। (তথ্য ও ছবি: কিরণ মান্না)

আজ মেঘলা আকাশ থাকায় কোমরজলের বেশি সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না পর্যটকদের। (তথ্য ও ছবি: কিরণ মান্না)

দিঘা পর্যটন কেন্দ্র ছাড়াও মন্দারমণি তাজপুর শংকরপুরেও একইভাবে নজরদারি রাখা হয়েছে পর্যটকদের সুরক্ষার জন্য। (তথ্য ও ছবি: কিরণ মান্না)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link