কোভিড আবহে বর্ষবরণ, উৎসবের মেজাজে চিড়িয়াখানা থেকে নিক্কোপার্ক

Fri, 01 Jan 2021-5:55 pm,

নিরাপত্তার কড়াকড়িতেই, কামারপুকুরে পালিত হচ্ছে কল্পতরু উত্‍সব। করোনার কারণে, দর্শনার্থীদের জন্য ছিল একগুচ্ছ নিয়মকানুন। 

নিউ নর্মালে বছরের প্রথম দিন পালিত হচ্ছে কল্পতরু উত্‍সব। তবে ৭৪ বছরে এই প্রথমবার সাধারণের জন্য বন্ধ কাশীপুর উদ্যানবাটি। করোনা পরিস্থিতির কারণে সমস্ত ভক্ত, দর্শনার্থীদের জন্য কাশীপুর উদ্যানবাটি বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছে মঠ কর্তৃপক্ষ। আজ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকছে উদ্যানবাটি। ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত। 

শীতের কলকাতায় অন্যতম গন্তব্য আলিপুর চিড়িয়াখানা। বছরের শুরুতেই সেখানে চোখে পড়ার মতোই ভিড় ছিল সকাল থেকে। কচিকাচারাও তাড়িয়ে উপভোগ করেছে চিড়িয়াখানার মজা। 

একসঙ্গে একাধিক স্থানা ভ্রমণের স্বাদ মেলে এখানে এলে। মিউজিয়াম থেকে সপ্তম আশ্চর্য সবই একসঙ্গে। বছরের প্রথমদিনে ইকোপার্কের ভিড়ও ছিল চোখে পড়ার মতোই। তবে এখানে ঢুকতে মাস্ক এবং আনুসাঙ্গিক সুরক্ষাবিধি বাধ্যতামূলক। 

শীতের ছুটিতে আদ্যাপিছ অন্যতম দর্শণীয় হলেও চলতি বছর চেনা ছবির দেখা মেলেনি।  

প্রতিবছর কল্পতরুর দিন যে উপছে পড়া ভিড় নজরে আসে এবছর তা নেই। সাধারমের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দক্ষিণেশ্বর

বছরের শুরুতে কচিকাঁচাদের নিয়ে নিক্কোপার্কে ভিড় করেছেন অনেকেই। জমিয়ে কেটেছে নিউ ইয়ারের সকাল। 

যদিও নতুন বছরের প্রথম দিনে পরিচিত ভিড় ছিল না সায়েন্স সিটিতে। করোনা আবহে এবার অনেকটাই আলাদা ছবি। অন্যান্য বছরের তুলনায় প্রায় ৪০-৪২ শতাংশ পর্যটক কম এসেছিলেন এই বছর। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link