EXPLAINED | IND vs NZ: ৪৩৩১ দিন পর ভারতের চরম ভরাডুবি! নিউ জিল্যান্ডের ইতিহাসে মুখ পুড়ল লজ্জায়!

Sat, 26 Oct 2024-4:47 pm,

ভারতের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের টেস্ট সিরিজে, এক ম্য়াচ হাতে রেখেই নিউ জিল্যান্ড ২-০ সিরিজ জিতে নিল।  বেঙ্গালুরুতে প্রথম টেস্ট ৮ উইকেট জিতেছিল কিউয়িরা। পুণেতে দ্বিতীয় টেস্ট ১১৩ রানে জিতে কিউয়িরা সিরিজ পকেটে পুরে ফেলল! মুম্বইতে ১ নভেম্বর থেকে শুরু হতে চলা সিরিজের তৃতীয় টেস্ট যদি ভারত হারে, তাহলে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হবেন রোহিত শর্মার বাহিনী।

পুণে টেস্টের প্রথম ইনিংসে নিউ জিল্যান্ড ২৫৯ রান করেছিল। জবাবে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৫৬ রানে। দ্বিতীয় ইনিংসে কিউয়িরা তোলে ২৫৫ রান। ভারতের জয়ের টার্গেট দাঁড়ায় ৩৫৯ রান। সেই রান তাড়া করতে নেমে ২৪৫ রানে গুটিয়ে যায় ভারত! তিন দিনেই খেলা শেষ হয়ে গেল...

বেঙ্গালুরু টেস্টে হারের পরেই স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে, বাকি দুই টেস্টের জন্য় ডেকে নিয়েছিল টিম ইন্ডিয়া। সুন্দর নিঃসন্দেহে প্রতিভাবান অলরাউন্ডার। একাই বদলে দিতে পারেন খেলার রং। এদনি ভারতের প্রথম একাদশে কুলদীপ যাদবের বদলে ওয়াশিংটনকে দেখে অনেকেই ভুরু কুঁচকেছিলেন। তবে টিম ম্য়ানেজমেন্ট যে কতটা ঠিক ছিল, তা বোঝা গেল দিনের শেষে। নির্বাচকদের আস্থার দাম দিয়ে কিউয়িদের শিরদাঁড়া একাই ভেঙে দিয়েছিলেন ৫৯ রানে ৭ উইকেট তুলে নিয়ে।

 

২০২১ সালে আহমেদাবাদে শেষবার টেস্ট খেলা, ওয়াশিংটন ফের লাল বলের ক্রিকেট খেললেন ১৩২৫ দিন পর! তাঁর ঘূর্ণিঝড়েই নিউ জিল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছিল ২৫৯ রানে‌!‌ নিউ জিল্যান্ডের প্রথম তিন উইকেট শিকার করেছিলেন অশ্বিন। ১৩৮ রানে তিন উইকেট হারানো দলের কোমর ভেঙে দেন সুন্দর। শেষ সাত উইকেট তুলে নেন তিনি একাই। কিউয়িদের ভরাডুবির দিনে শুধু উজ্জ্বল ছিলেন ডেভন কনওয়ে (৭৬) ও রাচিন রবীন্দ্র (৬৫)!

 

প্রথম দিন সুন্দর যে কাজটি করেছিলেন, দ্বিতীয় দিন মিচেল স্য়ান্টনার ঠিক একই কাজ করলেন। ঘূর্ণিঝড়ের বুমেরাঙেই বিদ্ধ হল ভারত! স্য়ান্টনারের হাতযশে রোহিত শর্মা অ্য়ান্ড কোং গুটিয়ে গেল মাত্র ১৫৬ রানে! দ্বিতীয় দিনের সকালে গতকালের অপরাজিত ব্য়াটার যশস্বী জয়সওয়াল (৬) ও শুভমন গিল (১০) হাতে ৯ উইকেট ও ১৬ রান নিয়ে খেলা শুরু করেছিলেন। দু'জনেই এদিন ব্য়ক্তিগত ৩০ রান করে ফিরে যান। মিডল অর্ডারে বিরাট কোহলি (১), ঋষভ পন্থ (১৮), ও সরফরাজ খান (১১) চরম ব্য়র্থ হন। সাতে নেমে রবীন্দ্র জাদেজা ৩৮ রান করেছিলেন। নয়ে নেমে সুন্দর অপরাজিত ছিলেন ১৮ রানে। কিন্তু ভারতীয় ব্য়াটারদের ব্য়র্থতাই কিউয়িদের এগিয়ে দেয় খেলায়। স্য়ান্টনার ৫৩ রানে ৭ উইকেট তুলে যা করার করে দেন!  

টম ল্য়াথাম (৮৬), টম ব্লান্ডেল (৪১) ও গ্লেন ফিলিপসসের (৪৮ দৌলতে কিউয়িরা দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান তুলতে সমর্থ হয়েছিল। ওয়াশিংটন ৪ উইকেট ও রবীন্দ্র জাদেজা ৩ উইকেট তুলে নেন। আর অশ্বিন পান এক উইকেট। ভারতের জয়ের টার্গেট দাঁড়ায় ৩৫৯ রান। সেই রান তাড়া করতে নেমে ২৪৫ রানে গুটিয়ে যায় ভারত! দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে একমাত্র সফল ব্যাটার যশস্বী জয়সওয়াল। তিনি ৭৭ রান করেছিলেন। বিরাট কোহলি ও রোহিত শর্মা ফের ব্য়র্থ হয়েছেন। আটে নেমে জাদেজা ৪২ রানের ইনিংস খেলেন ঠিকই। তবে মিব়্যাকলের দরকার ছিল। সেটা আর হয়নি। স্য়ান্টনার কাঁটাতে বিঁধল ভারত। দ্বিতীয় ইনিংসে তিনি নিলেন আবার ৬ উইকেট!

 

২০১২ সালের পর ভারত ফের ঘরের মাঠে সিরিজ হারল! ১১ বছর আগে ঘরের মাঠে ইংরেজদের কাছে সিরিজ ২-১ খোয়াতে হয়েছিল শেষবার। পরিসংখ্য়ান বলছে ৪৩৩১ দিন পর ভারতের ফের ভরাডুবি। ঘরের মাঠে ভারতের অপ্রতিরোধ্য তকমা মুছে গেল। টানা ১৮ সিরিজ জেতার পর ভারতের তাল কাটল কিউয়িদের হাতে।  ৬৯ বছর ধরে ভারতের মাটিতে টেস্ট খেলতে আসছে নিউ জিল্য়ান্ড। এই প্রথম তারা সিরিজ জিতল! দুই টেস্ট মিলিয়ে ১৩ উইকেট নিয়ে ম্য়াচের সেরা হলেন স্য়ান্টনার।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link