বিরাট-অনুষ্কার বিয়ের অ্যালবাম
বিয়ের সময় উচ্ছ্বসিত ছিলেন বিরাট-অনুষ্কা
তাসকানিতে চুপিসাড়েই বিয়ে সেরে ফেলেন বিরাট-অনুষ্কা
মেহেন্দিতেও ঝলমল করেন বিরাট-অনুষ্কা
প্রকাশ্যে এল বিরুষ্কার বিয়ের কার্ড
তাসকানির এই বাড়িতেই সাতপাকে বাঁধা পড়েন বিরুষ্কা
অনুষ্কাদের সঙ্গে দেখা যায় তাঁদের পারিবারিক পুরোহিতকে, তখন থেকেই শুরু হয় জোর জল্পনা
অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা