বিয়ের পর Varun-র হাত ধরে আবেগে ভাসলেন নাতাশা, একের পর এক ছবিতে বন্দি নব দম্পতি
বিয়ে করলেন বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল। ছোটবেলার বান্ধবীর সঙ্গেই রবিবার সাতপাকে বাঁধা পড়েন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। রবিবার আলিবাগে বসে বরুণ-নাতাশার বিয়ের আসর। রবিবার রাতে বিয়ের অনুষ্ঠানের পর ক্যামেরার সামনে হাজির হন নব দম্পতি।
অফ হোয়াইট লেহঙার সঙ্গে রং মিলিয়ে গয়না, কালিরা, চূড়া পরে ক্যামেরার সামনে হাজির হন নাতাশা দালাল। বরুণের হাতে হাত রেখে নাতাশা যখন ক্যামেরার সামনে হাজির হন, তখন যেন খুশি ধরে রাখতে পারেননি বলিউড তারকার স্ত্রী
পাপারাৎজির চাহিদা অনুযায়ী একের পর এক পোজ দেন বরুণ-নাতাশা। এমনকী, পাপারাৎজির জন্য লাড্ডু, মিষ্টি-সহ বিভিন্ন খাবারও বরুণ,নাতাশা পাঠিয়ে দেন।
বরুণ-নাতাশার বিয়েতে হাজির হন বলিউডের একাধিক তারকা। পরিচালক করণ জোহর থেকে মণীশ মালহোত্রা, প্রত্যেকেই হাজির হন হাই প্রোফাইল বিয়ের আসরে
এমনকী, তাঁর ছেলে (বরুণকে নিজের ছেলে বলেই সম্মোধন করেন করণ জোহর) পুরোপুরি বড় হয়ে গিয়েছে বলে বরুণের বিয়ের পর মন্তব্য় করেন পরিচালক করণ জোহর