মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর, একদরে বিক্রি হবে আলু
নিজস্ব প্রতিবেদন: কাল থেকে রাজ্যের সমস্ত সরকারিভাবে নথিভুক্ত বাজারে ২৫ টাকা দরে (একদরে) জ্যোতি আলু পাওয়া যাবে। সমস্ত খুচরো বিক্রেতাকে ২২ টাকা কেজি দরে জ্যোতি আলু দেবে কৃষি বিপনন দফতর।
সেই আলু ২৫ টাকায় বিক্রি করবেন বিক্রেতা। কৃষি বিপনন সচিব রাজেশ সিংহা গতকাল এই মর্মে টাস্কফোর্সের সঙ্গে বৈঠক করেন।
এরপরই টাস্কফোর্স বাজার কমিটি গুলির সঙ্গে বৈঠক করে। সরাসরি বাজার কমিটির সঙ্গে কৃষি বিপনন দফতর ও টাস্কফোর্সের সমন্বয়ে জ্যোতি আলু বিক্রি করা হবে।
শর্ত একটাই , শুধু এই আলুই বিক্রি করতে হবে। পরিচিত আড়তদারের থেকে অন্য বা বেশি দামে জ্যোতি আলু কিনে, একই দোকানে দুইরকম দামে আলু বিক্রি করা যাবে না।
এই নিয়মের অন্যথা হলে সেই বিক্রেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে কৃষি বিপনন দফতর।