সংক্রমণ রুখতে নিউটাউনের আবাসনগুলির বাইরে বসল ক্যাম্প, দেওয়া হচ্ছে আর্সেনিক অ্যালবাম থার্টি
বস্তি এলাকার তুলনায় সংক্রমণ মূলত ছড়াচ্ছে আবাসনেই। আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নিউটাউনের আবাসনগুলিতে সংক্রমণ রুখতে বিশেষ পদক্ষেপ এনকেডিএ-র।
অ্যাকশন এরিয়া ওয়ান, টু, থ্রি-র আবাসনগুলির বাইরে বসা দোকানদার, বাজার কিংবা মাছ নিয়ে বসা প্রত্যেক ক্রেতাকেই দেওয়া হচ্ছে আর্সেনিক অ্যালবাম থার্টি।
যাতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে অত্যন্ত প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে. তাই এই পদক্ষেপ।
আগামী সাতদিন নিউটাউনের বিভিন্ন এলাকায় আর্সেনিক অ্যালবাম থার্টি ওষুধটি সাধারণ মানুষকে খাওয়ানোর উদ্যোগ নিয়েছে এনকেডিএ।