শীঘ্রই আসছে জম্বি মোড, আরও আকর্ষণীয় হচ্ছে PUBG
জম্বি মোড কবে আসবে PUBG Mobile-এ! এই নিয়ে দ্বন্দ্বে ছিলেন গেমাররা। এবার তাদের সেই প্রশ্নের জবাব পাওয়ার সময় এসেছে।
10 ফেব্রুয়ারির আগে PUBG Mobile এ আসবে জম্বি মোড।আরও আকর্ষণী হয়ে উঠবে PUBG Mobile।
PUBG Mobile version 0.110 পৌঁছবে গেমারদের কাছে। আপডেট করলেই জোম্বি মোড চালু হবে।
PUBG Mobile 0.10.5 আপডেট পৌঁছেছে গেমারদের কাছে। এই আপডেট-এই জম্বি মোড দেওয়ার কথা ছিল। তবে শেষমেশ তা দেয়নি Tencent। নতুন আপডেটে ক্লাসিক ভয়েস অপশন, ভিকেন্ডি স্নো ম্যাপে অস্ত্র বদল ও রয়্যাল পাস সিজন ৫ দেওয়া হয়েছে। MK47 রাইফেলও যোগ করা হয়েছে।
গুজরাটের প্রাথমিক স্কুলে PUBG খেলা নিষিদ্ধ হয়েছে গত সপ্তাহে। অভিভাবকদের অভিযোগ ছিল, বাচ্চারা গেমের প্রতি প্রবল আসক্ত হয়ে পড়ছে। যদিও PUBG Mobile নাকি PUBG-র পিসি ভার্সান নিষিদ্ধ হচ্ছে তা এখনও জানা যায়নি।