পরিবারে কী হল, প্রিয়াঙ্কা সম্পর্কে শেষ পর্যন্ত এই কথা বলেই ফেললেন নিকের মা!
বাগদানের সময় বাবা পল কেভিন জোনাস এবং মা ডেনিস মিলার জোনাসকে নিয়ে মুম্বইতে আসেন নিক জোনাস, এবং সেখানেই প্রিয়াঙ্কার সঙ্গে বাগদান সারেন মার্কিন পপ তারকা
প্রিয়াঙ্কা চোপড়াকে ছেলের বউ হিসেবে তাঁদের পরিবারের একজন করে নিতে পেরে তিনি খুশি, সম্প্রতি এমনই জানান নিকের মা ডেনিস মিলার জোনাস
নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর কি পাকাপাকিভাবে মার্কিন মুলুকেই বসবাস শুরু করবেন প্রিয়াঙ্কা, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে
প্রিয়াঙ্কার জন্য নিউ ইয়র্কে নিক জোনাস একটি বাংলোও কিনে ফেলেছেন বলে খবর
মুম্বইতে প্রিয়াঙ্কার জুহুর বাড়িতে সম্প্রতি ধুমধাম করে হয়ে যায় নিক-প্রিয়াঙ্কার বাগদান পর্ব
প্রথমে হাওয়াইতে বসার কথা ছিল নিক-প্রিয়াঙ্কার বিয়ের আসর, কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করা হয়
যোধপুরের উমেদ ভবনে বসবে নিক-প্রিয়াঙ্কার বিয়ের আসর
প্রিয়াঙ্কার মা মধু চোপড়া এখন ব্যস্ত অতিথি তালিকা তৈরি করতে
প্রিয়াঙ্কার বিয়েতে তাঁর প্রাক্তন প্রেমিকরা সব বাদ পড়তে পারেন বলে শোনা যাচ্ছে