মোটরবাইক নিয়েই সিকিম ঘুরে এলেন অভিনেতা নাইজেল আকারা
মোটরবাইক নিয়ে উত্তর সিকিম ঘুরে এলেন অভিনেতা নাইজেল আকারা। ছবি সৌজন্য: নাইজেল আকারা
'কোলাহল' ও 'মুক্তধারা' দুটি নাট্য দলের সদস্যরা কলকাতা থেকে উত্তর সিকিমের চিন সিমান্ত পর্যন্ত পাড়ি দিয়েছিলেন। ছবি সৌজন্য: নাইজেল আকারা
'কোলাহল' ও 'মুক্তধারা' দুটি নাট্য দলেরই মূল্য উদ্দেশ্য ছিল থিয়েটার থেরাপির বিষয়ে প্রচার করা। ছবি সৌজন্য: নাইজেল আকারা
বাঁদিকে স্ত্রীর সঙ্গে নাইজেল। ডানদিকে কলকাতা থেকে সিকিম যাওয়ার পথে নাইজেল। ছবি সৌজন্য: নাইজেল আকারা
উত্তর সিকিমের গুরুদোংমার লেকের সামনে নাইজেল। ছবি সৌজন্য: নাইজেল আকারা
চাকদা থেকেই যাত্রা শুরু করেন নাইজেল। ছবি সৌজন্য: নাইজেল আকারা
প্রসঙ্গত, যে দুটি নাট্য দলের সদস্যরা কলকাতা থেকে উত্তর সিকিমের উদ্দেশে যাত্রা করেছিল। তার মধ্যে কোলাহল নাট্যদলটি চালান নাইজেল নিজেই। ছবি সৌজন্য: নাইজেল আকারা
উত্তর সিকিমের গুরুদোংমার লেকের সামনে নাইজেল। ছবি সৌজন্য: নাইজেল আকারা
প্রসঙ্গত, নাইজেল তাঁর এই থিয়েটার গ্রুপ কোলাহলের মাধ্যমে সমাজে যাঁরা ব্রাত্য, যাঁরা আগে জেল থেকে ছাড়া পেয়েছে স্বাভাবিক জীবনে ফিরেয়ে দেওয়ার চেষ্টা করে থাকেন। এর আগে এবিষয়ে নাইজেল ZEE ২৪ ঘণ্টা ডিজিটালকে জানিয়েছিলেন, ''সমাজে যাঁরা ব্রাত্য তাঁদেরকে থিয়েটার করিয়ে ট্রেনিং দিয়ে স্টেজে অভিনয় করাই। কিছুদিন আগে যৌনকর্মীদের নিয়ে কাজ করেছি। এখন যাঁরা মাদক নেয় তাঁদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা নিয়ে কাজ করছি। আমিও তো স্টেজ থেকে আলোয় ফিরেছি। তাই নাটকের মাধ্যমেই অন্যান্যদেরও মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করে চলেছি।'' ছবি সৌজন্য: নাইজেল আকারা
নাইজেলের এই থিয়েটার গ্রুপ 'কোলাহল' নাটক নিয়ে প্রচারের জন্য উত্তর সিকিম পর্যন্ত এই বাইক র্যালি করেন। ছবি সৌজন্য: নাইজেল আকারা