মধ্যবিত্তের SUV-র সখ মেটাবে Nissan Magnite
নিজস্ব প্রতিবেদন: চার চাকা গাড়ির সখ পূর্ণ করতে চান, এবার মাত্র লাখ পাঁচেক টাকাতেই মিটবে সখ। তাও আবার SUV-র মতো বড় গাড়ি দিয়ে।
পছন্দের তালিকায় Nissan Magnite রাখতে চাইলে, জেনে নিন কেন কিনবেন এই গাড়ি। প্রথমত, দাম সাধ্যের মধ্যে। দ্বিতীয়ত রয়েছে অত্যাধুনিক ফিচার।
১০০০ সিসির ইঞ্জিন থেকে পাওয়া যাবে ৭১ বিএইচপির ম্যাক্স পাওয়ার ও ৯৬ এনএম এর ম্যাক্স টর্ক। টার্বো ভেরিয়েন্ট থেকে ৯৯ বিএইচপির ম্যাক্স পাওয়ার ও ১৬০ এনএমের ম্যাক্স টর্ক।
প্রথম ইঞ্জিনে ১৮ ও দ্বিতীয় ইঞ্জিনে ২০ কিমি পর্যন্ত মাইলেজ দেবে।
এই গাড়িটি আটটি রঙে পাবেন। Nissan Magnite থাকছে Power windows Front, Passenger Airbag, Power Steering, Anti Lock Braking system, Power Windows Rear, Wheel Covers, Driver Airbag,Rear Ac vent,
গাড়ির চাকা বেশ মোটা। যার ফলে দুর্ঘটনা এড়িয়ে যাবে Nissan Magnite।
সিট বেল্ট না পরলে, দরজা খোলা থাকলে গাড়িই আপনাকে জানিয়ে দেবে। তার সঙ্গে টেইল গেট খোলা রাখলেও জানাবে গাড়ি।
Nissan Magnite এর দাম ৫ লাখ টাকা। সর্বোচ্চ মডেলের দাম প্রায় ৯.৮৭ লাখ টাকা।
এই সেগমেন্টে প্রথম 'L' আকারের LED DRL পাবেন।