নিজাম জাদুঘর থেকে উধাও সোনার টিফিনবক্স, হিরে বসানো কাপ-প্লেট, চামচ

Tue, 04 Sep 2018-7:52 pm,

সোনার টিফিনবক্স, রত্নখচিত কাপ-প্লেট এবং একটি চামচ খোয়া গেল নিজ়াম মিউজিয়াম থেকে। মূল্য কয়েক কোটি টাকার। তবে, ঐতিহাসিক মূল্য এই দামে বাঁধা যাবে না। গত রবিবার এই বহুমূল্যের ঐতিহাসিক সামগ্রী চুরি যায় বলে জানা যায়।

কীভাবে চুরি গেল এ দিন? বাইরে কড়া নিরাপত্তারক্ষী এবং সিসিটিভি ক্যামেরার নজর এড়িয়ে চুরি হওয়ায় প্রশ্নের মুখে পড়েছে নিজ়াম জাদুঘরের কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, রবিবার মধ্যরাতে পুরানো হাভেলির জাদুঘরের ভেনটিলেশন ভেঙে ভিতরে ঢোকে চোর। 

এই বহু মূল্যের সামগ্রী ব্যবহার করেন হায়দরাবাদের শেষ নিজাম মির ওসমান আলি খাঁ, সপ্তম আসফ জাহ।

চুরি হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকার।  সোনার টিফিনবাক্সটির ওজন ২ কিলোগ্রাম এবং পাত্রের গায়ে বহুমূল্যের হিরে, চুনি খচিত রয়েছে।

নিজাম জাদুঘরে ছোটো বড় সামগ্রী নিয়ে মোট ৪৫০টি বহুমূল্যের জিনিস রয়েছে। এই সামগ্রী ষষ্ঠ নিজাম মির মেহবুব আলি খাঁ আমল থেকে ব্যবহৃত হচ্ছে।

সোমবার সকাল ৯টা নাগাদ জাদুঘর খুললে দেখা যায় নিজামদের ব্যবহৃত সোনার টিফিনবাক্স, কাপ প্লেট এবং একটি চামচ শোকেস থেকে উধাও। পুলিসে তত্ক্ষণাত্ খবর দেওয়া হয় বলে জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।

হায়দরাবাদ পুলিস কমিশনার অঞ্জনি কুমার জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। সেই ফুটেজে দেখা গিয়েছে এক ব্যক্তি ভেনটিলেশন ভেঙে ভিতর ঢুকছে। তবে, ছবি অস্পষ্ট হওয়া অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা যায়নি।     

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link