জেনে নিন UIDAI-এর নির্দেশিকা অনুযায়ী আধারের তথ্য পরিবর্তনের নতুন নিয়ম

Sudip Dey Thu, 19 Sep 2019-11:17 am,

ইউনিক আইন্ডিটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI) একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, আধার কার্ডের কোনও তথ্য পরিবর্তন করতে হলে আর প্রয়োজন হবে না কোনও রকম পরিচিতি পত্র বা প্রামাণ্য নথির।

আধার কার্ড ব্যবহারকারীদের সই, ছবি, মোবাইল নম্বর, ফিঙ্গারপ্রিন্ট, আইআরআইএস স্ক্যান বা ইমেল আইডি পরিবর্তন করতে চাইলে এখন থেকে শুধুমাত্র নীকটবর্তী ‘আধার সেবা কেন্দ্র’-এ গিয়ে ওই সংক্রান্ত তথ্য আপডেট করিয়ে নিলেই হবে। তবে তার আগে ‘আধার সেবা কেন্দ্র’ থেকে পরিষেবা পাওয়ার জন্য অনলাইনে আবেদন (অ্যাপোয়েন্টমেন্ট) করতে হবে।

চলতি বছরের জুলাইয়ে দেশের রাজধানী শহর দিল্লি আর বিজয়ওয়ারাতে UIDAI-এর আধার সেবা কেন্দ্র খোলা হয়। বর্তমানে দিল্লি, বিজয়ওয়ারা ছাড়াও আগ্রা, ভোপাল, চণ্ডীগড়, হিসার, চেন্নাই-এ UIDAI-এর ‘আধার সেবা কেন্দ্র’ থেকে পরিষেবা দেওয়া হচ্ছে।

২০১৯-এর মধ্যে সারা দেশের ৫৩টি শহরে ১১৪টি ‘আধার সেবা কেন্দ্র’ খোলার পরিকল্পনা রয়েছে UIDAI-এর।

চলতি মাসেই ‘আধার সেবা কেন্দ্র’ চালু হয়েছে পাটনা, ভোপাল, চেন্নাই, গুয়াহাটিতে। জানা গিয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রায় ৩০০ থেকে ৪০০ কোটি টাকা খরচ করা হয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link