করোনা আবহে প্রবেশ নিষেধ, বেলুড় মঠের জগদ্ধাত্রী দর্শন ইউটিউবেই

Mon, 23 Nov 2020-9:51 am,

করোনা আবহে বেলুড় মঠ সারদাপীঠে শুরু হল দেবী জগদ্ধাত্রীর পুজো। সমস্ত নিয় মেনে, রবিবার সন্ধে সাড়ে ছটা অর্থাত্‍ অষ্টমীর সন্ধ্যায় বেলুড় মঠে শ্রী রামকৃষ্ণদেবের সন্ধ্যারতির পরে জগদ্ধাত্রী পুজোর অধিবাস হয়। একে দেবীর শুদ্ধিকরণ অনুষ্ঠানও বলা হয়। 

 

আজ সারা দিন চলবে পুজো। তিন বেলায় সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো সম্পন্ন হবে। মঙ্গলবার সন্ধ্যায় বেলুড় মঠে সারদা মায়ের ঘাটেই হবে প্রতিমা বিসর্জন। 

 

দীর্ঘ ৭৫ বছরের এই পুজো এবার হচ্ছে মা সারদার প্রার্থনা কক্ষেই। নব্বইয়ের দশক পর্যন্ত এই কক্ষেই হত পুজো। তারপর থেকে প্রার্থনা কক্ষের পাশে কংক্রিটের বেদিতে হত পুজো। 

 

এ বছর করোনা পরিস্থিতিতে ফের প্রার্থনা কক্ষেই হচ্ছে জগদ্ধাত্রী পুজো। এবছর পুজো দেখার জন্য দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ। 

 

সকলকে দুর্গাপুজোর মতোই অনলাইনে ইউটিউবে পুজো দেখার অনুরোধ জানানো হয়েছে মঠ কর্তৃপক্ষের তরফে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link