পুজোর আগে কমছে ইলিশের দাম? কী বাণী শোনাচ্ছেন বিক্রেতারা?

Sun, 08 Sep 2019-11:56 am,

বর্ষা বিদায় আসন্ন, কিন্তু ইলিশের রসনা মিটল না বাঙালির।

বাজারে গিয়ে ইলিশ দেখে কেনার জন্য হাত দিলেই, হাতে ছ্যাঁকা লাগছে!

ইলিশ কিনতে গিয়ে মুখভার আম জনতার। নিরাশ হয়ে ফিরতে হচ্ছে খালি হাতে।

বর্ষা চলে যাওয়ার সময় হয়ে এলেও ৮০০-৯০০ টাকার নীচে নামছে না ইলিশের দাম।

আর ১ কিলোর উপর হলে, ইলিশের দাম ছাড়াচ্ছে ১২০০ টাকা।

বৃষ্টির অভাব, তারপর আবহাওয়া খারাপে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা, সবমিলিয়েই তৈরি হয়েছে ইলিশের আকাল।

এরপর আরও অভিযোগ, যেটুকা যা ইলিশ উঠছে, তা-ও আবার আটকে রাখছেন মজুতদাররা। পরে দাম বাড়িয়ে সেগুলি বাজারে ছাড়ছেন।

আর কিছুদিনের মধ্যেই পুজো চলে আসবে। ফলে অবস্থার আর বিশেষ কিছু পরিবর্তন হবে বলে আশ্বাস দিচ্ছেন না বিক্রেতারা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link