Under 18 Covid Treatment Guideline: মনোক্লোনাল অ্যান্টিবডি ও অ্যান্টিভাইরাল নয়, ১৮-র নীচে করোনা চিকিৎসায় নয়া গাইডলাইন

Thu, 20 Jan 2022-5:37 pm,

নিজস্ব প্রতিবেদন : ১৮ বছরের নীচের করোনা আক্রান্ত (Covid Positive) শিশুদের চিকিৎসার জন্য নয়া গাইডলাইন ইস্যু করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ১৮ বছরের নীচে শিশুদের করোনা চিকিত্সায় মনোক্লোনাল অ্যান্টিবডি ও অ্যান্টিভাইরাল নয়।  

উপসর্গহীনদের কোনও ওষুধেরই প্রয়োজন নেই। কোনও রক্ত পরীক্ষারও প্রয়োজন নেই। প্রচুর জল খেতে হবে। ছোট বাচ্চারা বাবা মা’র সঙ্গেই থাকতে পারেন কোভিড বিধি মেনে। 

মৃদু উপসর্গ (জ্বর, কাশি, গলা ব্যথা ইত্যাদি) যাঁদের হবে তাঁদের প্যারাসিটামল দেওয়া যেতে পারে। গলাকে আরাম দেওয়ার কোনও সিরাপ দেওয়া যেতে পারে অথবা নুন জলে গার্গল করতে হবে। কোনও রক্ত পরীক্ষা করার প্রয়োজন নেই। শরীরে জলের পরিমাণ ঠিক রাখতে প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে। যথাযথ উপসর্গ ছাড়া অ্যান্টিবায়োটিকেরও প্রয়োজন নেই। 

মডারেট উপসর্গ যাঁদের আছে, তাদের অক্সিজেনের মাত্রা ৯৪-এর নীচে নামলে বা রেসপিরেশন রেট বেড়ে গেলে হাসপাতালে ভর্তি করতে হবে। প্রয়োজনে অক্সিজেন থেরাপি দিতে হবে। জ্বর কমাতে প্যারাসিটামল দিতে হবে। তবে একান্ত প্রয়োজন ছাড়া স্টেরয়েড নয়। কিছু রক্ত পরীক্ষা করানোর প্রয়োজন আছে।

আর সিভিয়ার রোগীদের ক্ষেত্রে অক্সিজেন থেরাপির সঙ্গে স্টেরয়েড, অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহার করা যেতে পারে। এর পাশাপাশি নজর রাখতে বলা হয়েছে  মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিন্ড্রোম-এর দিকে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link